ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ভুয়া ডিবি পরিচয়ে গার্মেন্টস কর্মকর্তার ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত: ০৫:৫০, ১৭ এপ্রিল ২০১৫

কুমিল্লায় ভুয়া ডিবি পরিচয়ে গার্মেন্টস কর্মকর্তার ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৬ এপ্রিল ॥ কুমিল্লায় ডিবি পরিচয়ে সামরুজ্জমান সামরুল নামে এক গার্মেন্টস কর্মকর্তাকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে শ্রমিকদের বেতনের ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে রাস্তার পাশে ফেলে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন ড্রাগন গ্রুপের সিডি এ্যাক্রিলিক গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা সামরুজ্জমান সামরুল বৃহস্পতিবার সাউথ ইস্ট ব্যাংকের মিয়াবাজার শাখা থেকে শ্রমিকদের বেতন দেয়ার জন্য টাকা ওঠান। ওই গার্মেন্টসের মহাব্যবস্থাপক সোহরাব হোসেন লিখন জানান, ব্যাংক থেকে ওঠানো ৪ লাখ ২৬ হাজার টাকা নিয়ে গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা সামরুল একটি রিক্সাযোগে গার্মেন্টসের অফিসে আসার পথে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা তাকে জোর পূর্বক মাইক্রোতে তুলে নেয়। ছিনতাইকারীরা তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে ওই টাকা ছিনিয়ে নিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-চাঁদপুর সড়কের মগবাড়ী এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার জানান, ওই গার্মেন্টস কর্মকর্তাকে বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×