ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকেই এগিয়ে রাখছেন পাক কোচ

তরুণ্যেই আস্থা ওয়াকারের

প্রকাশিত: ০৪:১২, ১৭ এপ্রিল ২০১৫

তরুণ্যেই আস্থা ওয়াকারের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপটা ভাল যায়নি পাকিস্তান দলের। বহুকষ্টে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেও অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে বিদায় নিতে হয়েছে। ওয়ানডে থেকে অবসর নিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক মিসবাহ-উল-হক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এরপর আজহার আলীর নেতৃত্বে একেবারেই তারুণ্য নির্ভর একটি দল গড়তে হয়েছে। তবে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস তরুণদের নিয়ে আশাবাদী। তিনি মনে করেন তরুণরা ভাল করবেন এবং পাকিস্তানকে সিরিজ জয়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবেন। তবে বাংলাদেশকে সিরিজে ফেবারিট মনে করছেন ওয়াকার। ধারাবাহিকভাবে বাংলাদেশকে হারালেও এবার সেটা সহজ হবে না বলেই ধারণা তার। তারুণ্যনির্ভর একটি দল নিয়ে নতুন মিশন এবার কোচ ওয়াকারের। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ তাই সহজ হবে না বলেই মনে করছেন তিনি। তবে বাংলাদেশকে হারানো কঠিন বলেও মনে করছেন না তিনি। ওয়াকার বলেন, ‘আমি মনে করি না এটা কঠিন। সবসময়েই তরুণদের দলে দেখাটা দারুণ বিষয়। পাকিস্তান খুব ভাগ্যবান যে আমরা সবসময়ই দারুণ কিছু মেধাবী পেয়ে যায়। আমরা সেটা আগামী কয়েক দিনে ও টেস্ট ম্যাচগুলোয় দেখতে পাব। সম্প্রতি বাংলাদেশ অনেক উন্নতি করেছে এতে কোন সন্দেহ নেই। এখন তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন।’ ওয়াকারের জন্য আনন্দের বিষয় হচ্ছে দলে অভিজ্ঞ স্পিনার সাঈদ আজমলের প্রত্যাবর্তন। তার বিষয়ে ওয়াকার বলেন, ‘গত আট মাসে তিনি অনেক উন্নতি করেছেন। তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং এখনও যথেষ্ট ভাল করছেন। সে কারণেই তিন ফরমেটেই তাকে আমরা নিয়েছি। গতকালও (প্রস্তুতি ম্যাচে) তিনি বেশ ভাল বোলিং করেছেন। দীর্ঘদিন পর এটাই ছিল তার প্রথম ৫০ ওভারের ম্যাচ। এই মুহূর্তে তাকে বিবেচনা করাটা কঠিন। কিন্তু তার অভিজ্ঞতা এবং গুণাবলী পাকিস্তানের হয়ে ভাল করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করি।’ ওয়ানডেতে একবারই বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। সেটা ১৯৯৯ বিশ্বকাপে। কিন্তু এরপর গত ১৬ বছর আর হারেনি পাকরা। এ বিষয়ে ওয়াকার বলেন, ‘আমরা অনেক ভাল দল ছিলাম কিন্তু নির্দিষ্ট সেই দিনটাতে আমাদের চেয়েও ভাল ছিল বাংলাদেশ। তারপর থেকে আমরা অনেক সাফল্য পেয়েছি তাদের বিরুদ্ধে। কিন্তু সেসব আবারও ঘটতে যাচ্ছে তা আমি বলতে পারি না। তারা দারুণ এক দলে পরিণত হয়েছে বিশ্বকাপের আগেই। অনেক ভাল ফল পেয়েছে। আমরা তাদের কোনভাবেই সহজভাবে কিংবা হালকাভাবে নিতে পারব না। আমি চাই তরুণরা অভিজ্ঞতা অর্জন করতে থাকবে এবং সিরিজ জয়ের দিকে মনোযোগী হবে।’ সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে নিজেদের ফেবারিট বলে দাবি করেছেন। ওয়াকারও সেটাই মনে করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই তারা ফেবারিট। আমরা খুবই তরুণ একটি দল সে কারণেই তিনি এমন বলেছেন বলে আমার মনে হয়। আমরা অন্তর্বর্তীকালীন একটি সময়ে আছি। কিন্তু আমাদের কোন ঘাটতি নেই। ম্যাচজয়ী খেলোয়াড়ে সমৃদ্ধ একটি সুশৃঙ্খল দল আছে আমাদের।’ তবে অভিজ্ঞ আফ্রিদি ও মিসবাহকে ছাড়া ব্যাটিং লাইনআপ নিয়ে কিছুটা সমস্যায় পড়বে পাকরা। এ বিষয়ে ওয়াকার বলেন, ‘আমাদের দলে এখন যারা আছেন অনেকেই অতীতে পাকিস্তানের হয়ে খেলেছেন। কয়েকজন একেবারে নতুন। বিপুল দর্শকের সামনে তারা খেলবেন এবং আমরা তাদের স্নায়ুর শক্তি দেখব।’
×