ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন বুফন-দ্রগবা

প্রকাশিত: ০৬:০২, ১৬ এপ্রিল ২০১৫

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন বুফন-দ্রগবা

স্পোর্টস রিপোর্টার ॥ অবসরের বিষয়টি উড়িয়ে দিয়েছেন দুই তারকা ফুটবলার জিয়ানলুইজি বুফন ও দিদিয়ের দ্রগবা। সম্প্রতি গুঞ্জন রটে ইতালি ও আইভরিকোস্টের এই দুই সুপারস্টার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। কিন্তু দু’জনই মঙ্গলবার সাক্ষাতকারে জানিয়েছে দিয়েছেন, আপাতত বুটজোড়া তুলে রাখার কোন ইচ্ছা তাদের নেই। দ্রগবা ২০১৪ সালে আইভরিকোস্ট জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। কিন্তু ক্লাব ফুটবলে খেলে যাচ্ছেন। ফর্মটা তেমন ভাল যাচ্ছে না বলেই নিন্দুকেরা অবসর অবসর বলে রব তুলেছেন। কিন্তু আপাতত এ চিন্তাটা মাথায় নেই বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী দ্রগবা। অন্যদিকে বুফন এখনও ইতালি জাতীয় দলের অপরিহায্য সদস্য। ১৯৯৭ সাল থেকে আজ্জুরিদের হয়ে খেলে চলেছেন। তারকা এই গোলরক্ষক জানিয়েছেন, অবসরের বিষয়টি মাথায় নেই। দ্রগবা ২০০৪ থেকে ২০১২ মৌসুম পর্যন্ত খেলেছেন চেলসির হয়ে। এ সময় তিনি গোলের সেঞ্চুরি করতে দলটির হয়ে খেলেন ২২৬ ম্যাচ। দুই বছর পর ফের চলতি মৌসুমে দ্য ব্লুজদের হয়ে খেলে চলেছেন সাবেক আফ্রিকান বর্ষসেরা ফুটবলার। কিন্তু চলতি মৌসুমে জোশে মরিনহোর দলে প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না দ্রগবা। এ কারণে দ্রুত তিনি অবসর নিতে চলেছেন এমন গুজব রটেছে ফুটবল বিশ্বে। তবে আইভরিকোস্টের এ তারকা গুজবে কান না দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পরের মৌসুমেও খেলা চালিয়ে যাবেন তিনি। অবসর প্রসঙ্গে দ্রগবা বলেন, আমি অবসরের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেইনি। সংবাদ মাধ্যমে আমাকে নিয়ে গুজব রটানো হচ্ছে। আমি ক্লাবের সঙ্গে কথা বলেছি। কর্তৃপক্ষ আমাকে তাদের চিন্তা ভাবনার কথা জানিয়েছে। আমি জানি চেলসি আমার কাছে কি চায়। পরের মৌসুমেও আমি ব্লুজদের হয়ে মাঠে নামতে চাই। চলতি মৌসুমে চেলসির জার্সি গায়ে দ্রগবা মাঠে নেমেছেন ১৮ ম্যাচে। ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির হয়ে তিনি গোল করেছেন তিনটি। দেশের হয়ে গত বছর অবসর নেয়া দ্রগবা খেলেছেন ১০৪ ম্যাচ। গোল করেছেন ৬৫। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মোনাকোর বিরুদ্ধে জয়ের পর বুফন জানিয়েছেন, অবসরের কোন পরিকল্পনা তার নেই। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী বুফন বলেন, একজন খেলোয়াড় তখনই মাঠ ছেড়ে চলে যেতে চায় যখন সে বুঝতে পারে আগের মতো তার সেই দক্ষতা নেই। আমার ক্ষেত্রে তেমন কিছুই এখনও ঘটেনি। যতদিন আমি ভাল খেলব ততদিন খেলা চালিয়ে যাব। ভাল খেলতে থাকলে সেই ফুটবলারকে বিদায় জানানো সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। আমি বিশ্বাস করি আগের মতো খেলতে না পারলেই কেবল একজন ফুটবলারের খেলা ছেড়ে দেয়া উচিত। তারকা এই গোলরক্ষক জুভেন্টাসের হয়ে খেলে থাকেন। ইতালিয়ান সিরি এ লীগে জুভদের হ্যাটট্রিক শিরোপাজয়ে তিনি রেখেছেন অসামান্য অবদান।
×