ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুজাহিদ ও সাকার আপীল শুনানি ২৮ এপ্রিল

প্রকাশিত: ০৫:৪২, ১৬ এপ্রিল ২০১৫

মুজাহিদ ও সাকার আপীল শুনানি ২৮ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদ-প্রাপ্ত আসামি জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপীল শুনানি হবে আগামী ২৮ এপ্রিল। আসামি পক্ষের পৃথক সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপীল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় আসামি পক্ষে ছিলেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। সুপ্রীমকোর্টের আপীল বিভাগে শুনানিতেও রাষ্ট্রপক্ষে থাকবেন এ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম ও আসামি পক্ষে থাকবেন খন্দকার মাহবুব হোসেন। আইনজীবীর ‘অসুস্থতা’ দেখিয়ে মুজাহিদের পক্ষে ছয় সপ্তাহ এবং ‘প্রস্তুতি নেই’ কারণ দেখিয়ে সাকা চৌধুরীর পক্ষে আট সপ্তাহের সময়ের আবেদন জানানো হয়। তাদের বিষয় বিবেচনা করে দুই সপ্তাহ করে সময় মঞ্জুর করেন আদালত।
×