ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে হার বাংলাদেশের যুবাদের

প্রকাশিত: ০৪:৪৮, ১৪ এপ্রিল ২০১৫

রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে হার বাংলাদেশের যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে সহজ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ দল হেরে গিয়েছিল যথাক্রমে ৫ উইকেটে ও ১৪০ রানে। কিন্তু তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়া যুবদল। সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২ রানে হেরেছে বাংলাদেশের যুবারা। প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৯ রান তুলেছিল প্রোটিয়া যুবারা। জবাবে ৭ উইকেটে ২২৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশ অনুর্ধ-১৯। এ পরাজয়ের পরও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট হাতে নেয় দক্ষিণ আফ্রিকা যুব দল। বেশ সতর্কভাবেই শুরু করেছিল তারা। ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়ে ওঠে। তবে বাঁহাতি স্পিনাররা আক্রমণে আসার পর পরিস্থিতি পাল্টে যেতে থাকে। আগের দুই ম্যাচেও বাংলাদেশের স্পিন দাপটের কাছে মাথা নত করেছিল প্রোটিয়ারা। এদিনও তাই হলো। সালেহ আহমেদের ঘূর্ণিতে প্রথম উইকেট হারায় প্রোটিয়া যুবারা। তবে সাবধানী হওয়ার কারণে বিপর্যয়ে পড়তে হয়নি তাদের। চার নম্বরে নেমে ডায়ান গ্যালিয়েম দুর্দান্ত খেলেন। তিনি ৮১ বলে ৩ চারে ৫১ রানের ইনিংস খেলেন। শেষদিকে ডিন ফক্সক্রফট ৪০ বলে ৩৬ ও আকিল ইব্রাহিম ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩১ রান করলে ভাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেটে ২২৯ রান তোলে তারা। সালেহ দারুণ বোলিং করে ৪১ রানে নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে শুরুটা তেমন ভাল হয়নি বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের। দলীয় ২২ রানেই ফিরে যান পিনাক ঘোষ মাত্র ৯ রান করে। তবে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল ২৪ রান করে রানআউট হয়ে ফিরে গেলেও সাইফ নতুন করে জাকির হাসানকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে আরও ৬৩ রানের জুটি গড়েন। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। টানা দুই ওভারে সাইফ ও জাকির সাজঘরে ফিরলে বাংলাদেশের জয়ের আশা ম্লান হতে থাকে। সাইফ ১১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৭০ রান করেন। জাকিরে ব্যাট থেকে আসে ৩০ রান। পরে মোহাম্মদ সাইফুদ্দিন ৩৮ বলে ৩৬ ও মোসাব্বেক হোসেন ৩৯ বলে ৩৫ রান করলেও সেটা জয়ের জন্য পর্যাপ্ত হয়নি। শেষ ওভারে দুটি উইকেট হারানোর কারণে আর লক্ষ্য ছোঁয়া যায়নি। ৫০ ওভারে ৭ উইকেটে ২২৭ রান তুলতে পারে বাংলাদেশ অনুর্ধ-১৯। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ ॥ ৫০ ওভারে ২২৯/৮ (গ্যালিয়েম ৫১, ভেরেইন ৪০, মুনসামি ৩৬, ফক্সক্রফট ৩৬, ইব্রাহিম ৩১*; সালেহ ৩/৪১)। বাংলাদেশ অনুর্ধ-১৯ ॥ ৫০ ওভারে ২২৭/৭ (সাইফ ৭০, সাইফুদ্দিন ৩৬, মোসাব্বেক ৩৫, জাকির ৩০, নাজমুল ২৪; আব্রাহামস ৩/৩১)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ২ রানে পরাজিত। ম্যাচসেরা ॥ ডায়ান গ্যালিয়েম (দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯)।
×