ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই মণ ধানেও মিলছে না একটি ইলিশ

প্রকাশিত: ০৬:২৯, ১৩ এপ্রিল ২০১৫

দুই মণ ধানেও মিলছে না  একটি ইলিশ

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১২ এপ্রিল ॥ দামুড়হুদায় পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজারেও আগুন লেগেছে। দুই মণ ধান বিক্রি করেও একটি মাঝারি আকৃতির ইলিশ মাছ কিনতে পারছেন না কৃষকরা। রবিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় ৭০০-৮০০ গ্রাম ওজনের একটি মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৩০০ টাকায়। বর্তমানে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়। ইলিশ বিক্রেতারা জানান,বাংলা নববর্ষ উপলক্ষে সর্বত্রই ইলিশের ব্যাপক চাহিদা থাকায় ২-৩ গুণ বেশি দাম দিয়েই এবার ইলিশ আমদানি করতে হয়েছে। তাই একটু চড়া দামে ইলিশ বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই তাদের।
×