ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত সন্তান প্রসব

প্রকাশিত: ০৬:২৫, ১৩ এপ্রিল ২০১৫

নওগাঁয় অগ্নিদগ্ধ  গৃহবধূর মৃত  সন্তান প্রসব

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ এপ্রিল ॥ নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামের অগ্নিদগ্ধ গৃহবধূ মুনিরা আক্তার শনিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একটি মৃত সন্তান প্রসব করেছে। রবিবার ওই মৃত সন্তানকে এনে বাগধানা গ্রামে দাফন করা হয়। তবে মুনিরার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। তার সাড়া শরীর আগুনে পুড়ে গেছে। সে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। রামেক কর্তৃপক্ষ তাকে ঢাকায় রেফার্ড করেছে বলে তার স্বজনরা জানিয়েছে। জানা গেছে, ১০ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মুনিরা আক্তার সম্প্রতি সন্তান প্রসবের জন্য নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামে তার পিতা মোছাদ্দেক হোসেনের বাড়ি আসে। শনিবার সকাল ৮টার দিকে মুনিরা তার পিতার বাড়ির চুলায় রান্না করার জন্য কেরোসিন তেল দিয়ে চুলা জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন লেগে যায়। তখন দিশেহারা মুনিরা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে পুকুরের পানিতে ঝাঁপ দেয় বাঁচার জন্য। এরপর লোকজন তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
×