ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলারি ক্লিনটন হবেন চমৎকার প্রেসিডেন্ট ॥ ওবামা

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ এপ্রিল ২০১৫

হিলারি ক্লিনটন  হবেন চমৎকার প্রেসিডেন্ট ॥ ওবামা

হিলারি ক্লিনটন হবেন যুক্তরাষ্ট্রের চমৎকার একজন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডির ভূয়সী প্রশংসা করে শনিবার একথা বলেছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে হিলারির ঘোষণা দেয়ার আগে তিনি এ মন্তব্য করলেন। খবর এএফপির। হিলারি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন। এর আগে ২০০৮ সালে দলের মনোনয়ন প্রতিযোগিতায় তাকে হারিয়ে দেন ওবামা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৬ সালে দেশটিকে প্রেসিডেন্ট নির্বাচন হবে। আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থানকালে ওবামা সাংবাদিকদের বলেছেন, ২০০৮ সালে হিলারি দুর্দান্ত এক প্রার্থী ছিলেন। পরে সাধারণ নির্বাচনে আমার একজন বড় সমর্থক ছিলেন। তিনি অসাধারণ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি আমার বন্ধু। আমি মনে করি তিনি একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি জনমত জরিপে দলের অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন। রিয়াল ক্লিয়ার পলিটিক্স ওয়েবসাইট জানিয়েছে, প্রাইমারি ভোটে হিলারি প্রায় ৬০ শতাংশ ভোট পাবেন। অন্য দুই গুরুত্বপূর্ণ প্রার্থী সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মনোনয়ন দৌঁড়ে অংশ নেয়ার বিষয়ে এখনও কিছু বলেননি। হিলারির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে তিনি প্রার্থী বাছাই-প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য সফরে যাবেন। এদিকে রিপাবলিকান দলের সিনেটর র‌্যান্ড পল ও টেড ক্রুজ ইতোমধ্যেই মনোনয়ন চেয়েছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গবর্নর জেব বুশেরও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই এবং প্রেসিডেন্ট জর্জ এইচ. ডাব্লিউ বুশের ছোট ছেলে।
×