ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাঙ্গায় দুর্ঘটনা সোনারতরীর সেই ঘাতক ড্রাইভার গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৬, ১২ এপ্রিল ২০১৫

ভাঙ্গায় দুর্ঘটনা সোনারতরীর সেই ঘাতক ড্রাইভার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল/ সংবাদদাতা, ভাঙ্গা, ফরিদপুর ॥ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২৫ যাত্রী নিহত হওয়ার ঘটনার মামলায় অভিযুক্ত সোনারতরী পরিবহনের সেই ঘাতক ড্রাইভার জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর দু’টার দিকে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ওসি মোঃ হোসেন সরকার বলেন, সোনারতরী পরিবহনের ড্রাইভার জাকিরকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাঁকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা হাইওয়ে থানায় পাঠানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গত বুধবার রাতে সোনারতরী পরিবহনটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চুরমার হয়ে যায়। এ সময় গাড়িতে থাকা ২৫ যাত্রী নিহত এবং ২০ যাত্রী আহত হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রতীয়মান হয় যে, ড্রাইভারের অবহেলায় দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাস ড্রাইভারকে আসামি করে হাইওয়ে পুলিশের এএসআই মোমিনুর একটি মামলা দায়ের করেন। এ মামলায় ড্রাইভার জাকিরকে গ্রেফতার করা হয়।
×