ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু সোমবার

উইন্ডিজ দলে ফিরলেন দেবেন্দ্র বিশু

প্রকাশিত: ০৪:৪২, ১২ এপ্রিল ২০১৫

উইন্ডিজ দলে ফিরলেন দেবেন্দ্র বিশু

স্পোর্টস রিপোর্টার ॥ দুই দিন আগে প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ঘিরে বইছে অমানিশার অন্ধকার। এর থেকে উত্তরণ সহজ নয়।’ দল ঘোষণা করতে গিয়েও সেটি হারে হারে টের পেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। শিবনারায়ণ চন্দরপল, মারলন স্যামুয়েলস ছাড়া আভিজাত্যের সাদা পোশাকে ডমিনেট করার মতো ক্রিকেটারই যে নেই! সাত-আটজন তারকা আইপিএল নিয়ে ব্যস্ত। ইনজুরিতে ক্রিস গেইল। এই অবস্থায় এক ঝাঁক নতুন মুখ জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন পর টেস্টে ফিরেছেন স্পিনার দেবেন্দ্র বিশু। অধিনাযক দিনেশ রামদিন। এন্টিগায় সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু সোমবার থেকে। তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে ফিরলেন ২৯ বছর বয়সী বাঁহাতি লেগস্পিনার বিশু। ২০১২-এর এপ্রিলে সর্বশেষ দলের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। ওয়ানডে খেলেছেন তারও আগে, ২০১১ সালে বাংলাদেশ সফরে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করে দীর্ঘ দিন পর ফের জাতীয় দলে ডাক পেলেন ১১ টেস্ট, ১৩ ওয়ানডে ও ৪টি ২০ খেলা এই স্পিনার। ১৪ সদস্যের দলে নতুন মুখ ২১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান শাই হোপ ও ফাস্ট বোলার কার্লোস ব্রেথওয়েট। যদিও ৪ ওয়ানডে ও দুটি টি২০ খেলেছেন কার্লোস। ঘোষিত দল নিয়ে প্রধান নির্বাচক লয়েড বলেন, ‘আগেই বলেছি, আমাদের সবকিছু প্রায় নতুন করে শুরু করতে হচ্ছে। ফলে একাধিক নতুন খেলোয়াড় নেয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে বিশুও ফিরে এসেছে। অধিনায়ক রামদিন, ব্রেথওয়েট, চন্দরপল, ডোয়াইন ব্রাভোদেরই পথ দেখাতে হবে। আর নতুনরা সুযোগটা কাজে লাগাবে।’ উইন্ডিজ ক্রিকেটে অস্তিত্বের সঙ্কট বহুদিন ধরে। বেতন-ভাতা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের তিক্ততা এতটা মাত্রা ছাড়িয়ে যায় যে, গত নবেম্বরে ভারত সফরের মধ্য পথে দেশে ফেরেন ক্রিকেটাররা! ক্ষিপ্ত ভারত উইন্ডিজের কাছে ২৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে বসে। একদিকে খেলোয়াড়দের বেতনই দিতে পারছে না, তার ওপর ভারতের ক্ষতিপূরণ। সব মিলিয়ে দেউলিয়াত্বের পথে হাঁটছে উইন্ডিজ বোর্ড! ‘ইংল্যান্ডের বিপক্ষে দল কীভাবে ভাল করবে? সাত-আটজন খেলোয়াড় তো আইপিএল খেলতে ব্যস্ত। ক্যারিবীয় ক্রিকেটের অস্তিত্ব সঙ্কটের মুখে।’ বলেছিলেন লয়েড। প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল ॥ দিনেশ রামদিন (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েট, সুলায়মান বেন, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্লাকউড, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, জেসন হোল্ডার, শাই হোপ, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, ডেভন স্মিথ ও জেরমো টেইলর।
×