ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ০৪:৪১, ১২ এপ্রিল ২০১৫

নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ  ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ রেফারিকে তিরস্কার ও ফ্রান্সকে নিয়ে অশালীন মন্তব্য করায় জ¬াতান ইব্রাহিমোভিচকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তবে এই নিষেধাজ্ঞাকে ফুটবলের জন্য অসম্মান বলে উল্লেখ করেন সুইডিশ তারকা। এ বিষয়ে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) তারকা ফুটবলার ইব্রাহিমোভিচ বলেন, ‘আপনারা সেদিন নিজ চোখে দেখেছেন কী ঘটেছে। যা ঘটেছে (চার ম্যাচের নিষেধাজ্ঞা) তা এককথায হাস্যকর ও বিদ্রুপাত্মক। এটি অপেশাদার কর্মকান্ড এবং ফুটবলের জন্য অসম্মান।’ পরে তিনি চার ম্যাচের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনকে ‘খোঁচা’ মারেন তিনি। এ বিষয়ে পিএসজি তারকা বলেন, ‘যদি আমাকে মৌসুমের বাকি সবগুলো ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতো তবে আমি আরও বেশি খুশি হতাম। অন্তত তাতে করে দীর্ঘ এক ছুটি কাটাতে পারতাম আমি।’ গত মার্চে লীগ ম্যাচে বোর্দিক্সের বিপক্ষে ৩-২ গোলে হেরেচিল পিএসজি। সেই ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় শেষে রেফারিকে কটূক্তি করেন দলের সেরা তারকা ইব্রা। এ সময় তিনি ফ্রান্সকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে টিভি ফুটেজে ধরা পড়ে। এজন্য ইব্রাকে লীগের শেষ ৭ ম্যাচের চারটির জন্য নিষিদ্ধ করা হয়। ফলে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লিঁও’র চেয়ে এক পয়েন্ট এগিয়ে থাকা পিএসজির জন্য এটা বড় ধাক্কাই বলতে হয়। তবে বার্সিলোনার সাবেক এই তারকা চার ম্যাচের নিষেধাজ্ঞাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। মৌসুমের এই সময়টা যে কোন দলের জন্যই গুরুত্বপুর্ণ। আর চার ম্যাচের নিষেধাজ্ঞার কারণে আগামী ৯ মে পর্যন্ত ঘরোয়া লীগে খেলতে পারবেন না ইব্রাহিমোভিচ। আর ইব্রাহিমোভিচের চার ম্যাচের নিষেধাজ্ঞার জের ধরে টিভি চ্যানেল বয়কট করল ফরাসি ক্লাবটি। প্যারিস সেইন্ট জার্মেইর পাশাপাশি টিভি চ্যানেল বয়কট করল অলিম্পিক মার্সেই। তাদের ফুটবলার দিমিত্রি পায়েটকে নির্বাসিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এক বিবৃতিতে ক্লাব জানায়, ‘সাত ম্যাচ বাকি রয়েছে।
×