ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন সেনাঘাঁটিতে হামলার চেষ্টা ॥ অভিযুক্ত আইএস উদ্বুদ্ধ যুবক

প্রকাশিত: ০৩:৪৬, ১২ এপ্রিল ২০১৫

মার্কিন সেনাঘাঁটিতে হামলার চেষ্টা ॥ অভিযুক্ত আইএস উদ্বুদ্ধ যুবক

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সেনাঘাঁটি ফোর্ট রিলেতে একটি গাড়িবোমা বিস্ফোরণের চেষ্টার অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে, ওই হামলার ষড়যন্ত্রের বিষয়ে পুলিশকে কোন তথ্য না দেয়ায় আর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিবিসি ও এবিসি নিউজ অনলাইনের। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দীর্ঘ তদন্ত শেষে জন টি বুকার জনিয়র নামের ঐ যুবককে গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার, ইসলামিক স্টেটকে (আইএস) সহযোগিতা করা ও দেশের সম্পদ নষ্ট করার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে পুশিককে তথ্য না দেয়ায় আলেক্সান্ডার ই. ব্লেয়ার (২৮) নামের অপর ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এফবিআই জানিয়েছে, আইএসের পক্ষে বুকার জুনিয়র আত্মঘাতী বোমা হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল। সংস্থাটি জানায়, বুকার এর আগে মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিল। কিন্তু ইন্টারনেটে ‘জিহাদ’ নিয়ে লেখা পোস্ট করায় তখন তাকে সেনাবাহিনীতে নেয়া হয়নি। বুকারই সর্বশেষ মার্কিন নাগরিক যিনি আইএসকে সমর্থনের দায়ে গ্রেফতার হল। এর আগে আইএসকে সহযোগিতার অভিযোগে মার্চের শেষের দিকে শিকাগোর দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
×