ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাহোরে তালেবান কমান্ডার গ্রেফতার

প্রকাশিত: ০৫:২৪, ১১ এপ্রিল ২০১৫

লাহোরে তালেবান  কমান্ডার গ্রেফতার

ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ) নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য ও হরকত-উল-মুজাহিদিনের কমান্ডারকে গ্রেফতার করেছে বলে বৃহস্পতিবার দাবি করে। ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল ইমাম ও স্কোয়াড্রন লিডার খালিদ খাজাকে অপহরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খবর এক্সপ্রেস ট্রিবিউন। গ্রেফতারকৃত টিটিপি কমান্ডারের নাম হাফিজ সানাউল্লাহ ওরফে কারী জারার বলে সিআইএ বলেছে। এক পুলিশ কর্মকর্তা এ গ্রেফতারকে এক বড় সাফল্য বলে অভিহিত করেন। তিনি বলেন, লাহোরের লরি আদ্দা থেকে সিআইএ তাকে গ্রেফতার করে। কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে সানাউল্লাহ বেশ কিছু বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে। লাহোর ও রাওয়ালপিন্ডিতে মুক্তিপণের জন্য বেশ কয়েকজনকে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত ছিল সানাউল্লাহ। তিনি বলেন, সানাউল্লাহকে অপরাধ তৎপরতায় প্রায়ই হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল।
×