ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডুয়েটে জলবায়ুর প্রভাব নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ০৫:৪৫, ১০ এপ্রিল ২০১৫

ডুয়েটে জলবায়ুর প্রভাব নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৯ এপ্রিল ॥ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘পানি ও পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ‘নেদারল্যান্ডস ইনিশিয়েটিভ ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন হায়ার এডুকেশন’ (নিশি), ডুয়েট প্রকল্পের আওতায় এবং নাফিকের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে। গাজীপুরের ডুয়েট ক্যাম্পাসে শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব সিভিল এ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশীষ শর্মা এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনগেন বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের অধ্যাপক ইডি মুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি), আইইউবি বাংলাদেশের পরিচালক ড. সালিমুল হক।
×