ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বস্টন ম্যারাথন হামলাকারী দোষী সাব্যস্ত

প্রকাশিত: ০৫:৩৬, ১০ এপ্রিল ২০১৫

বস্টন ম্যারাথন হামলাকারী  দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের বস্টন শহরে ম্যারাথন দৌড় চলাকালে জোড়া বোমা হামলা মামলায় অভিযুক্ত জোখার সারনায়েভের বিরুদ্ধে আনা ৩০টি অভিযোগের সবগুলোতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। বুধবার ম্যাসাচুসেটসের ফেডারেল আদালত এই রায় দিয়েছেন। এসব অভিযোগের অনেকগুলোতেই তার মৃত্যুদ- হতে পারে। জর্জিয়া অঙ্গরাজ্যের জেম্রিজ হাইস্কুল থেকে গ্র্যাজুয়েট হওয়া সারানায়েভ নিজেকে আমেরিকাবিরোধী ইসলামী যোদ্ধা হিসেবে গড়ে তোলেন। ২০১৩ সালের এপ্রিলে বস্টন ম্যারাথনে ওই বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয় এবং আহত হয় ২৬০ জনেরও বেশি। চেচেন বংশোদ্ভূত ২১ বছর বয়সী সারনায়েভের কি সাজা পাওয়া উচিত ম্যাসাচুসেটসের বিচারকরা আগামী সপ্তাহে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সারনায়েভের আইনজীবীরা বলেছেন, হামলায় সারনায়েভ একটি ভূমিকা পালন করেছেন কিন্তু এর মূলে ছিল তার বড় ভাই তামারলেন সারনায়েভ। বিচারের পরবর্তী পর্যায়ে, সারনায়েভকে মৃত্যুদ-ের পরিবর্তে তাকে যেন যাবজ্জীবন দেয়া হয় এ ব্যাপারে তার আইনজীবী দল চাপ দিচ্ছে। কিন্তু তদন্তকারী সরকারী আইনজীবীরা দুই ভাইকেই সন্ত্রাসী পরিকল্পনার সমান অংশীদার হিসেবে চিহ্নিত করেন। খবর বিবিসির।
×