ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদার বড়পুকুরিয়া দুর্নীতি মামলা ॥ স্থগিতাদের ৬ মাস বাড়ল

প্রকাশিত: ০৫:৩২, ১০ এপ্রিল ২০১৫

খালেদার বড়পুকুরিয়া দুর্নীতি মামলা ॥ স্থগিতাদের ৬ মাস বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রমে স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে হাইকোর্ট। খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে বিচারপতি মোঃ নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। এ মামলা বাতিলে খালেদার করা একটি আবেদন এর আগে হাইকোর্টে রায়ের পর্যায়ে এলেও তার আইনজীবীরা অনাস্থা জানিয়ে প্রধান বিচারপতির কাছে বেঞ্চ পরিবর্তনের আবেদন করেন। ওই আবেদনে প্রধান বিচারপতি বড়পুকুরিয়া, নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদার চারটি আবেদন শোনার জন্য বেঞ্চ বদলে দিলে বৃহস্পতিবার তা আদালতে ওঠে। খালেদার পক্ষে তার আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করলে দুই বিচারকের বেঞ্চ তা মঞ্জুর করে। আদেশের পর খোকন সাংবাদিকদের বলেন, মামলার অবস্থা আগের মতোই রয়েছে। আইন অনুসরণ করে মামলাটি করা হযনি। স্থগিতাদেশের মেয়াদ আদালত ছয় মাসের জন্য বাড়িয়েছেন। তবে রুল শুনানির জন্য আছে। ১/১১-এর জরুরী অবস্থার সময়ে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে। শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোঃ সামছুল আলম। মামলায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতি হয়ে বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছিল। এতে চারদলীয় জোট সরকারের স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মরহুম), অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মরহুম), শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ।
×