ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে মসজিদের টাকা লুটের অভিযোগ

প্রকাশিত: ০৪:০৭, ৯ এপ্রিল ২০১৫

মুন্সীগঞ্জে মসজিদের টাকা লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার মীরাপারা মসজিদ ও লাগঘেঁষা মীর সাহেবের মাজারের দানবাক্সের টাকা লুটের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই দিন ধরে মুসল্লিদের চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মেট্রোসেম গ্রুপের চেয়ারম্যান মোঃ শহীদউল্লাহ এটির বৈধ মোতয়াল্লি দাবি করে বলেন, মঙ্গলবার বিলুপ্ত কমিটির মোতয়াল্লি মোঃ সফিউদ্দিনের নেতৃত্বে মাজারের গেটের তালা ভেঙ্গে প্রায় এক বছরের দান খয়রাতের টাকা নিয়ে গেছে। প্রতিবছর শুধুমাত্র মাজারের ভেতরেই ১২ থেকে ১৪ লাখ টাকা দান খয়রাত জমা হয়। ওয়াকফ স্টেটের পরিদর্শক, স্থানীয় ইউএনও এবং মোতয়াল্লি এই তিন জনের কাছে তিনটি তালার চাবি থাকে। এককভাবে কেউ গেট খোলার কথা নয়। কিন্তু সফিউদ্দিন নিজেকে মোতয়াল্লি দাবি করে আকস্মিক এ তালা ভেঙ্গে টাকা নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। অন্যদিকে মোঃ সফিউদ্দিন নিজেকে বৈধ মোতয়াল্লি দাবি করে তালা ভাঙ্গার কথা স্বীকার করে বলেন, “আদালতের নির্দেশে থাকা সত্ত্বেও মোতয়াল্লি চাবি দেয়নি। পরে ইউএনওর চাবি নিয়ে কিছু তালা মেকার দিয়ে ভেঙ্গে টাকা গণার সময় পুলিশ আশে। পরে চলে আসি। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা গণনা হয়েছে। এদিকে মসজিদটির ক্যাশিয়ার সিরাজুল ইসলাম তালা ভাঙ্গে টাকা লুটের ঘটনায় সদর থানায় জিডি করেছেন। সদর থানার ওসি আবুল খায়ের ফকির অভিযোগ প্রাপ্তির কথা উল্লেখ করে বলেন, এটি নিয়ে তদন্ত হচ্ছে।
×