ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইলিশশূন্য ভোলা পান্তা-ইলিশ যেন সোনার হরিণ

প্রকাশিত: ০৪:০৫, ৯ এপ্রিল ২০১৫

ইলিশশূন্য ভোলা পান্তা-ইলিশ যেন সোনার হরিণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৮ এপ্রিল ॥ মাছের দেশ ভোলায় এখন যেন ইলিশ শূন্য! কিন্তু তার পরও জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানাকে মাথায় রেখেই এখন নদীতে ইলিশ শিকারে ব্যস্ত হয়ে উঠেছেন। কারণ সারা বছরের চাইতে এখন ইলিশের ব্যাপক চাহিদা। ভোলা সদরের ইলিশা ফেরি ঘাট সংলগ্ন মৎস্য ঘাটে গিয়ে দেখা যায়,পাইকার আড়তদারদের রমরমা বেচাকেনা। ওই ঘাটে গেলে বোঝার কোন উপায় নেই যে নদীতে মাছ ধরার ওপর যে নিষেধাজ্ঞা চলছে। তবে ঘাটে বড় ইলিশের আমদানি খুবই কম। রয়েছে পোয়া,বাটা, ছুরাসহ বিভিন্ন প্রজাতির মাছ। বড় ইলিশ না হলে কী হবে, রয়েছে ইলিশের বদলে জাটকা। ২/৩ ইঞ্চি জাটকা বিক্রি হচ্ছে পানির দরে। বড় সাইজের ইলিশের সংখ্যা খুবই কম। কিন্তু বড় সাইজের গ্রেড ইলিশের চাহিদা ব্যাপক হওয়াতে দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। ৭শ’ থেকে ৮শ’ গ্রামের ইলিশের হালি বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ হাজার টাকা মূল্যে। তাও পাওয়া যাচ্ছে না। মেঘনা নদী থেকে মাছ শিকার করে ইলিশা ঘাটে যাচ্ছিল জেলে জসিম উদ্দিন মাঝি। তার ঝুড়িতে ১ হালি বড় সাইজের ইলিশ আর বাকিগুলো ছোট ইলিশ। তার সঙ্গে কথা বলতেই সাংবাদিক পরিচয় পেয়ে প্রথমে একটু ঘাবড়ে গেলেন। নিজে থেকেই বলে উঠলেন স্যার আমরা কি করমু কন (বলেন)। আমরা গরিব মানুষ। সরকার নিষেধাজ্ঞা দিয়েছে জানি। কিন্তু প্যাডের দায়ে নদীতে মাছ ধরতে যাই। নদীর মাছ ধরা ছাড়া তো আমরা কোন কাজ পাই না যে করমু।
×