ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভাষা উৎপত্তি জিনে!

প্রকাশিত: ০৫:২৯, ৮ এপ্রিল ২০১৫

ভাষা উৎপত্তি জিনে!

জন্মের পর শিশু কাঁদতে শুরু করে। এরপর বয়সের সঙ্গে সঙ্গে সে যোগাযোগ করতে শেখে। কিন্তু কী করে? যোগাযোগ করতে শেখার এ প্রক্রিয়া নিয়েই বিজ্ঞানীদের যত ভাবনা। মানুষের যোগাযোগ শেখার এ জটিল প্রক্রিয়া নিয়ে নিরন্তর গবেষণায় বিজ্ঞানীরা আশার আলো দেখতে পেয়েছেন বলে মনে করছেন। তা-ও আবার বিশেষ প্রজাতির এক মাছির বরাতে। ইউনিভার্সিটি অব মিসৌরির বিজ্ঞানীরা জানান, ফলভুক এই মাছি তার প্রয়োজনে কোন্্ দিকে যাবে বা যাবে না, তা নির্ধারণের জন্য মাছিটির শরীরে নির্দিষ্ট জিন (বংশগতি) রয়েছে। আচরণ নিয়ন্ত্রণে এ জিনটির ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বিজ্ঞানীরা সেটিতে পরিবর্তন আনেন। এরপর পরিবর্তিত জিনের মাছিগুলোর আচরণ পর্যবেক্ষণে দেখা যায়, প্রশিক্ষণ দেয়ার পরও সেগুলো দিক ভুল করছে। বিশেষ যে ব্যাপারটি বিশেষজ্ঞরা জানান, সেটি হলোÑ মাছির এই জিনের সঙ্গে মানুষের যোগাযোগ প্রক্রিয়া সংশ্লিষ্ট জিনের মিল রয়েছে। তাঁদের আশা, এখান থেকেই মানুষের যোগাযোগ করতে শেখার জটিল প্রক্রিয়া উদ্ধার করা যাবে। এর ফলে জানা যাবে মানুষের ভাষা শেখার জন্য আসলে কোন্্ জিনগুলো ভূমিকা রাখে। সূত্র: সায়েন্স ডেইলি
×