ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে ৩৯ প্রাইমারী স্কুল ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৪:২০, ৮ এপ্রিল ২০১৫

বাউফলে ৩৯ প্রাইমারী স্কুল ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ এপ্রিল ॥ বাউফলে ৩৯টি সরকারী প্রাইমারী স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। যে কোন মুহূর্তে এসব ভবন ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বগার বালিয়া চাঁদ পাল, মধ্য দাশপাড়া, ও নাজিরপুর বোর্ড সরকারী প্রাইমারী স্কুলে গিয়ে দেখা গেছে, স্কুল ভবনের দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। ছাদ ও গ্রেড বিমের রড বের হয়ে গেছে। দেয়ালে বড় বড় ফাটল ধরেছে। এ অবস্থায় ক্লাস করছে শিক্ষার্থীরা। ১৯৯২ সালে বগার বালিয়া চাঁদ পাল, ১৯৯৫ সালে মধ্য দাশপাড়া ও ১৯৩৫ সালে নাজিরপুর বোর্ড সরকারী প্রাইমারী স্কুল ভবন নির্মাণ করা হয়। এরপর আর কোন সংস্কার করা হয়নি। স্কুল তিনটি এক বছর আগে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়। কিন্তু বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে এসব ভবনের মধ্যে ক্লাস করছে শিক্ষার্থীরা। বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বাউফলের বড় ডালিমা আনাদ, দরিয়াবাদ, আয়নাবাজ কালাইয়া, মধ্য কেশবপুর, পূর্ব দাশপাড়া, কালিশুরী, মধ্য মদনপুরা, কালাইয়া কোটপাপড়, রামনগর বোর্ড, উত্তর-পূর্ব মদনপুর, পশ্চিম ভরিপাশা, পশ্চিম নওমালা, নিজ বটকাজল, উত্তর হোসনাবাদ, ভূঁইয়ার হাট, মধ্য রাজাপুর, দক্ষিণ দ্বিপাশা, বগা, উত্তর অলিপুরা, গাজীমাঝি, পশ্চিম গোয়ালিয়াবাগা, কাছিপাড়া, কালিকাপুর, দক্ষিণ পোনাহুরা, ধাউরা ভাঙ্গা, উত্তর-পূর্ব দাশপাড়া আমেনা খাতুন, উত্তর দাশপাড়া, আলী আকবর আদর্শ, নওমালা সরদার বাড়ি, মাধবপুর, জয়ঘোড়া, শিবপুর, উত্তর কনকদিয়া, সন্ন্যাসীকান্দা, পশ্চিম খেজুরবাড়িয়া ও সুলতানাবাদ উত্তর নাজিরপুরসহ ৩৯টি প্রাইমারী স্কুল ভবন ঝুঁকিপূর্ণ। এরমধ্যে অধিকাংশ স্কুল ভবন ব্যবহারের অনুপযোগী হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এসব স্কুলে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। দিনাজপুরে বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, গার্ল পাওয়ার প্রকল্প বাস্তবায়নের ফলে ফাজিলপুর ইউনিয়নে বালিকা ও যুবমহিলাদের নির্যাতন সহিংসতা কমে গেছে। জীবন দক্ষতার মান উন্নয়ন কল্পে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বনির্ভর হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে যে সামাজিক আন্দোলন এই ইউনিয়নে শুরু হয়েছিল আজ তার সাফল্য দেখা দিয়েছে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা দেয়াতে। ‘বাল্যবিবাহ আর নয়-করব মোরা বিশ্ব জয়’- এই সেøাগানকে সামনে রেখে মঙ্গলবার রানীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভায় ফাজিলপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
×