ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রসায়ন

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪২, ৭ এপ্রিল ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৪. কোনটি উদ্বায়ী পদার্থ? ক) ঈধঈষ২ খ) কঠিন ঈঙ২ গ) ঘধঈষ ঘ) ঋবঈষ৩ ১৫. পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য ও ধর্ম রয়েছে- র) কঠিন অবস্থায় রর) তরল অবস্থায় ররর) গ্যাসীয় অবস্থায় নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. পদার্থের বৈশিষ্ট্য র) যার ভর আছে রর) যার জড়তা আছে ররর) যা স্থান দখল করে না নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর ১৭. তাপ, আলোক প্রভৃতি পদার্থ নয়, কারণ- র) এগুলো স্থান দখল করে না রর) এগুলোর ভর নাই ররর) স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে না। নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. পানি, মধু, তেল প্রভৃতি পদার্থের বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট র) আকৃতি রর) আয়তন ররর) ভর নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. পারদের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট র) আকৃতি রর) আয়তন ররর) ভর নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২০. নিঃসরণের ক্ষেত্রে ছিদ্র যত বড় হয়- (ঠঠও) র) স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি রর) চাপমুক্ত হতে থাকে ররর) ব্যাপন রূপান্তরিত হয় নিচের কোনটি সঠিক ক) র ও ররর খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর ২১. ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল- র) ব্যাপন রর) অভস্রবণ ররর) নিঃসরণ নিচের কোনটি সঠিক ক) র ও ররর খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর
×