ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৮, ৭ এপ্রিল ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৯. বৃত্তি তহবিলে দেখানো হয়- র. আয়-ব্যয় বিবরণীতে রর. আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্বে ররর. আর্থিক অবস্থার বিবরণীর দায় পার্শ্বে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩০. যেকোনো উৎস হতে প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটাকে বলা হয় - ক) নগদ বহিঃপ্রকাশ খ) নগদ আন্ত:প্রবাহ গ) নিট মুনাফা ঘ) পরিচালন ব্যয় ৩১. প্রতি একক স্থায়ী ব্যয় কত? ক) ৩ টাকা খ) ৮ টাকা গ) ১০ টাকা ঘ) ১৩ টাকা ৩২. প্রত্যক্ষ শ্রম ব্যয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো - র. এ ব্যয় উৎপাদিত পণ্যের দ্বিতীয় প্রধান উপাদান রর. এটি মুখ্য ব্যয়ের অংশ ররর. এ ব্যয় ছাড়া পণ্য তৈরি করা সম্ভব নয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. কোন বাজেটকে বাজেটীয় নিয়ন্ত্রণ পদ্ধতিতে প্রথম বাজেট হিসেবে চিহ্নিত করা হয়? ক) উৎপাদন বাজেটকে খ) বিক্রয় বাজেটকে গ) ক্রয় বাজেটকে ঘ) কাঁচামাল ক্রয় বাজেটকে ৩৪. অব্যবসায়ী প্রতিষ্ঠান কী? ক) যেসব প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য করে না খ) যেসব প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে লিপ্ত থাকে না গ) যেসব প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য করে না কিন্তু সমাজের উন্নয়নমূলক কাজে ব্যস্ত থাকে ঘ) যেসব প্রতিষ্ঠান সেবা প্রদান করে মুনাফা অর্জন করে ৩৫. অধিহারে শেয়ার ইস্যু কোম্পানির জন্য একটি - ক) মূলধনজাতীয় আয় খ) মুনাফাজাতীয় আয় গ) মূলধনজাতীয় ব্যয় ঘ) মুনাফাজাতীয় ব্যয় ৩৬. বাট্টার সুযোগ গ্রহণ কার উপর নির্ভরশীল? ক) ক্রেতা খ) বিক্রেতা গ) সরবরাহকারী ঘ) পাওনাদার ৩৭. বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহের উদাহরণ কোনটি? ক) যন্ত্রপাতি ক্রয় বাবদ নগদ পরিশোধ খ) ঋণপত্র ক্রয় বাবদ নগদ পরিশোধ গ) শেয়ার বিক্রয় হতে নগদ প্রাপ্তি ঘ) বীমা দাবির বিপরীতে নগদ প্রাপ্তি ৩৮. বিগত ও পরবর্তী বছরের আয় ও ব্যয় কোনটিতে দেখানো হয় না? ক) রাজস্ব হিসাবে খ) মূলধন হিসাবে গ) আয়-ব্যয় হিসাবে ঘ) প্রাপ্তি ও প্রদান হিসাবে ৩৯. শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তরের জন্য জাবেদা দাখিলা কোনটি? ক) ব্যাংক হিসাব ডে., শেয়ার আবেদন হিসাব ক্রে. খ) শেয়ার মূলধন হিসাব ডে., শেয়ার আবেদন হিসাব ক্রে. গ) শেয়ার আবেদন হিসা ডে., শেয়ার মূলধন হিসাব ক্রে. ঘ) ব্যাংক হিসাব ডে., শেয়ার মূলধন হিসাব ক্রে. ৪০. যে সকল শ্রমিক সরাসরি পণ্য উৎপাদন না করে উৎপাদনে সহায়তা করে তাদের মজুরিকে কী বলে? ক) প্রত্যক্ষ শ্রম ব্যয় খ) পরোক্ষ শ্রম ব্যয় গ) মুখ্য মজুরি ঘ) কারখানা ব্যয়
×