ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ০৫:৪৩, ৭ এপ্রিল ২০১৫

বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

বিশেষ প্রতিনিধি ॥ স্থল, নৌ ও রেলপথ ব্যবহার করে তৃতীয় কোন দেশে ব্যবসার সুযোগ রেখে বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে বাংলাদেশ ভারতীয় ভূখ-ের ওপর দিয়ে স্থল, নৌ বা রেলপথ ব্যবহার করে নেপাল বা ভুটানের মতো তৃতীয় কোন দেশে পণ্য পরিবহন করতে পারবে। ভারতও একই সুবিধা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তি’র এই খসড়া অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের সামনে এই চুক্তি সংশোধনের বিষয়টি উল্লেখ করেন ‘বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন’ হিসেবে। এই সুবিধার জন্য কী পরিমাণ ‘ফি’ দিতে হবে, দুই দেশ আলোচনার মাধ্যমে তা ঠিক করবে বলে জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করেছে জানিয়ে সচিব বলেন, বিদ্যমান চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারত একে অপরের স্থল, নৌ ও রেলপথ ব্যবহার করে বাণিজ্য করতে পারে। এ সংশোধনের ফলে দুই দেশ একে অপরের স্থল, নৌ ও রেলপথ ব্যবহার করে তৃতীয় দেশেও বাণিজ্য করতে পারবে।
×