ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে র‌্যাবের অভিযানে পাঁচ হাজার কেজি জাটকা আটক

প্রকাশিত: ০৫:২০, ৬ এপ্রিল ২০১৫

রাজধানীতে র‌্যাবের অভিযানে পাঁচ হাজার কেজি জাটকা আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাওরানবাজার ও মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচ হাজার কেজি জাটকা (ছোট প্রজাতির ইলিশ মাছ) জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়জন মাছ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাটকা মাছ রাখার দায়ে কাওরানবাজারে চারজন ও মেরুল বাড্ডায় দুই ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়েছে। এরা হচ্ছে, কাওরানবাজারের মাছ ব্যবসায়ী আবুল কালাম, মোঃ নয়ন, মোহাম্মদ বাচ্চু ও মোঃ জামাল। তবে মেরুল বাড্ডায় দুই ব্যবসায়ীর নাম জানা যায়নি। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-৩ ও মৎস্য অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে দুই এলাকা থেকে মাছগুলো জব্দ করে। এ সময় র‌্যাব-৩ এর পক্ষে ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও মৎস্য অধিদফতরের পক্ষে সহকারী পরিচালক নাজিমউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক নাজিমউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, অবৈধভাবে জাটকা মাছ বিক্রি করার অভিযোগে কাওরানবাজারের চার মাছ ব্যবসায়ীর কাছ থেকে আড়াই হাজার কেজি মাছ জব্দ করা হয়েছে। এছাড়া একইভাবে মেরুল বাড্ডা থেকে আরও আড়াই হাজার কেজি জাটকা পাওয়া গেছে। তিনি জানান, দীর্ঘদিন পর্যবেক্ষণের পর রবিবার ভোর ৩টা থেকেই র‌্যাব-৩ সদস্যরা অভিযানে নামে। এ অভিযানে মৎস্য অধিদফতরের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক নাজিমউদ্দিন জানান, গত বছরের নবেম্বর থেকে চলতি বছর জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এ অপরাধের জন্য ছয় মাছ ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
×