ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরাঞ্চলকে জেতালেন নাসির হোসেন

প্রকাশিত: ০৫:১৬, ৬ এপ্রিল ২০১৫

উত্তরাঞ্চলকে জেতালেন নাসির হোসেন

স্পোর্টস রিপোর্টার ॥ যেখানে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টের প্রথমদিনে বিশ্বকাপের তারকা ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন, সেখানে নাসির ব্যাট-বল দুই বিভাগেই দেখিয়েছেন ঝলক। বল হাতে তার নেয়া ২ উইকেট ও ব্যাট হাতে ৭৬ রানের সুবাদে উত্তরাঞ্চলও ২ উইকেটের জয় তুলে নিয়েছে। ফতুল্লার খেলার দিকেই সবার মনোযোগ থাকে। ম্যাচটিতে যে প্রতিদ্বন্দ্বিতা হয়। যদিও মধ্যাঞ্চল যে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৯ রান করেছে, তা খুব বেশি নয়। শামসুর রহমানের অপরাজিত ৭৬ রানের সঙ্গে শেষে গিয়ে মোশাররফ হোসেন রুবেলের অপরাজিত ৪১ রান মধ্যাঞ্চলকে এ স্কোর গড়তে সহায়তা করে। তাইজুল ইসলাম ৩ ও নাসির হোসেন ২ উইকেট নেন। এ রান অতিক্রম করতে গিয়ে নাসির হোসেন একাই দলকে টেনে নিয়ে যান। ৯৪ বলে ৭৬ রান করে উত্তরাঞ্চলকে জেতান। ম্যাচের শেষ দুই ওভারে জিততে ১৫ রান লাগে উত্তরাঞ্চলের। ৪৯তম ওভারে তাসকিনের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে এর আগের দুই বলে ৩ রান নেয়ায় জিততে তখন ৯ বলে ৮ রান লাগে। চতুর্থ বলে নাসিরকে আউট করে দিয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দেন তাসকিন। মাঝখানে ১ বলে কোন রান হয়নি। ওভারের শেষ বলে মুক্তারকেও আউট করে দিয়ে জয়ের আশাই জাগিয়ে দেন তাসকিন। ৬ বলে জিততে তখন উত্তরাঞ্চলের ৮ রান লাগে। হাতে থাকে ২ উইকেট। শেষ ওভারে বল করেন মাহমুদুল্লাহ। প্রথম বলেই ১ রান হয়। দ্বিতীয় বলে সানজামুল বাউন্ডারি হাঁকিয়ে দেন। পরের বলেও বাউন্ডারি হাঁকিয়ে খেলাই শেষ করে দেন সানজামুল। শেষপর্যন্ত ৪৯.৩ ওভারে ৮ উইকেটে ২১১ রান করে জিতে যায় উত্তরাঞ্চল। স্কোর ॥ মধ্যাঞ্চল ইনিংস ২০৯/৬; ৫০ ওভার (শামসুর ৭৬*, মোশাররফ ৪১*; তাইজুল ৩/২৯, নাসির ২/৩৫)। উত্তরাঞ্চল ইনিংস ২১১/৮; ৪৯.৩ ওভার (নাঈম ২৯, নাসির ৭৬, ফরহাদ ২০*, সানজামুল ৮*; মোশাররফ ৩/৩৬, তাসকিন ২/৪৪)। ফল ॥ উত্তরাঞ্চল ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ নাসির হোসেন (উত্তরাঞ্চল)।
×