ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবৈধ বোলিং এ্যাকশন- হাফিজের পরীক্ষা ৯ এপ্রিল

প্রকাশিত: ০৫:১৫, ৬ এপ্রিল ২০১৫

অবৈধ বোলিং এ্যাকশন- হাফিজের পরীক্ষা  ৯ এপ্রিল

স্পোর্টস রিপোর্টার ॥ অবৈধ এ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ (কেবল বোলিংয়ে) পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের আনুষ্ঠানিক পরীক্ষা আগামী ৯ এপ্রিল। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) কর্তৃক এই দিন ধার্য হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসবি)। চেন্নাইয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে হাফিজ ছাড়া পাকিস্তান প্রমীলা অলরাউন্ডার জেভিরা খানেরও এ্যাকশনের পরীক্ষা হবে। গত বছর অক্টোবরে হাফিজের বোলিং এ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। লাহোর লায়ন্সের হয়ে ভারতে চ্যাম্পিয়ন্স লীগ টি২০’র ম্যাচে প্রথম তার এ্যাকশন নিয়ে সন্দেহ হয়। পরে টেস্টেও একই অভিযোগ আনেন আম্পায়ার। ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি। যদিও ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ দলে ছিলেন। কিন্তু ইনজুরির জন্য শেষ মুহূর্তে ছিটকে যান ৩৪ বছর বয়সী তারকা অলরাউন্ডার। এর আগে নিষিদ্ধ হয়েছিলেন দলটির তারকা স্পিনার সাঈদ আজমল। এ্যাকশন শুধরে অবশ্য ইতোমধ্যে ফেরার অনুমতি পেয়েছেন তিনি। ডিসেম্বরেই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অনুমোদিত ল্যাবরেটরি ইংল্যান্ডের লুবার্গে পরীক্ষায় অংশ নিয়ে উতরে যেতে ব্যর্থ হন হাফিজ। সেখানে পরীক্ষার ফল জানিয়ে আইসিসি বিবৃতি দেয়, বোলিংয়ের সময় প্রতিটি ডেলিভারিতেই আজমলের হাতের কনুই নির্ধারিত মাত্রা ১৫ ডিগ্রীর বেশি বেঁকে যায়। তাই এ্যাকশন সংশোধন করে ফের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না ৩৪ বছর বয়সী ডানহাতি অফস্পিনার। তার আগে গত অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হয় বিশ্বের সেরা সব ক্লাব নিয়ে চ্যাম্পিয়ন্স লীগ টি২০’র আসর। পাকিস্তান থেকে সেখানে অংশগ্রহণের সুযোগ পায় লাহোর লায়ন্স। দলটির অধিনায়ক ছিলেন হাফিজ। অসরে প্রথমবারের মতো তার এ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। ওই টুর্নামেন্ট আইসিসির অন্তর্ভুক্ত নয় বলে আন্তর্জাতিক ক্রিকেটে তার কোন প্রভাব পড়েনি। কিন্তু নবেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবি টেস্টে ফের হাফিজের বোলিং এ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার। পরীক্ষায় সেটিই প্রমাণিত হলে, বল হাতে নিষিদ্ধ হন। উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার কর্তৃক বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে ২১ দিনের মধ্যে অনুমোদিত বায়োমেকানিকল্যাল ল্যাবে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হন অভিযুক্ত বোলার। তবে এ্যাকশন শুধরে যে কোন সময় পুনরায় পরীক্ষা দিয়ে ফেরার সুযোগ থাকে। দ্বিতীয়বারও ব্যর্থ হলে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হতে হয় (কমপক্ষে ১-২ বছরের জন্য)। ৯ তারিখের পরীক্ষাটি তাই হাফিজ ও তার দল পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০৩ থেকে এ পর্যন্ত ৪০ টেস্ট, ১৫৫ ওয়ানডে ও ৬০ টি২০ খেলে দলের সাফল্যে অতিগুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পাঞ্জাবে জন্ম নেয়া তুখোড় এই অলরাউন্ডার।
×