ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:১৩, ৬ এপ্রিল ২০১৫

রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায়  স্বামী ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর মহিষবাথান এলাকায় আইনজীবী মোহাম্মদ আলী রমজানের পুত্রবধূ ওয়াহিদা সিফাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম পিসলিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, গৃহবধূ সিফাত হত্যা মামলায় গ্রেফতার স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে এ মামলায় অভিযুক্ত শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সিফাতের করুণ মৃত্যুর ঘটনায় আজ রাজশাহীতে কর্মসূচী পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গত ৩১ মার্চ নগরীর প্রভাবশালী আইনজীবী মোহাম্মদ আলী রমজানের ‘সুখনীড়’ নামের বাড়িতেই গৃহবধূ সিফাতের মৃত্যু হয়।
×