ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চার ব্যাংকের দর অভিহিত মূল্যের নিচে

প্রকাশিত: ০৫:০২, ৬ এপ্রিল ২০১৫

চার ব্যাংকের দর অভিহিত মূল্যের নিচে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অভিহিত মূল্যের নিচে নেমে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার ব্যাংকের শেয়ার দর। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন শেষে এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। রবিবার দিনশেষে ব্যাংকটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৯.১০ টাকায়। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১০.২০ টাকা। অবশ্য রবিবার এক্সিম ব্যাংকের শেয়ারের দরও অভিহিত মূল্যের (১০ টাকা) নিচে ৯.৯০ টাকায় নেমে এসেছে। তবে এর আগেও ব্যাংকটির শেয়ারের দর অভিহিত মূল্যের নিচে নেমে এসেছিল। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে ৪টিরই শেয়ারের দর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। ব্যাংকগুলো হলো : আইসিবি ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। দীর্ঘদিন ধরেই আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ারের দর অভিহিত মূল্যের নিচে লেনদেন হচ্ছে। পরবর্তীতে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দরও অভিহিত মূল্যের নিচে নেমে আসে। রবিবার লেনদেন শেষে আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার দর রবিবার ০.১০ টাকা কমে অবস্থান করছে ৩.৯ টাকায়। আর অপরিবর্তিত থেকে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর ৮.৮ টাকায়, ০.১০ টাকা কমে এক্সিম ব্যাংকের শেয়ার দর ৯.৯ টাকায় ও ১.২০ টাকা কমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর ৯.১ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। রবিবার দিনশেষে ব্যাংকটির শেয়ারের সমাপনী দর গিয়ে দাঁড়িয়েছে ৭৮.৩০ টাকায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে রূপালী ব্যাংকের শেয়ার। ব্যাংকটির প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ৪১ টাকা। একইভাবে ব্র্যাংক ব্যাংকের প্রতিটি শেয়ারের দর দাঁড়ায় ৩৫ দশমিক ৬০ টাকা। বাজার বিশ্লেষকরা মনে করছেন, অন্যান্য তালিকাভুক্ত কোম্পানির চেয়ে ব্যাংকগুলোর ইপিএস ও পিই রেশিও লোভনীয় পর্যায়ে থাকলেও মূলত বিনিয়োগকারীদের দ্রুত মুনাফা তোলার প্রবণতা কারণে খাতটির প্রতি বিনিয়োগকারীদের চাহিদা কম। সমাপ্ত অর্থবছরে বেশিরভাগ ব্যাংকই আগের তুলনায় ভাল মুনাফা ঘোষণা করেছে তারপরও শেয়ার দর একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের কিছুটা উদাসীনতার কারণেই ব্যাংকগুলো চাহিদা হারাচ্ছে। এছাড়া অন্যান্য খাতগুলোর চেয়ে খাতটির মুনাফাতে কিছুটা সন্দেহ রয়েছে অনেকেই।
×