ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোট লেনদেনের ২৫ শতাংশই ইউনাইটেড পাওয়ারের

প্রকাশিত: ০৫:০১, ৬ এপ্রিল ২০১৫

মোট লেনদেনের ২৫ শতাংশই  ইউনাইটেড পাওয়ারের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) রবিবার লেনদেন শুরু করেছে পুঁজিবাজারে। আর এদিন কোম্পানিটি ৭৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা মোট লেনদেনের ২৫ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, ইউপিজিডিসিএল লেনদেনের শীর্ষে অবস্থান করছে। এদিন কোম্পানির ৬৯ লাখ ৮৩ হাজার ৩২৬টি শেয়ার ৪৭ হাজার ২৫১ বার লেনদেন হয়। রবিবার ইউপিজিডিসির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৩৯ টাকা ৬০ পয়সা দরে। এদিন শেয়ারটির দর বেড়েছে ৬৭ টাকা ৬০ পয়সা বা ৯৩ দশমিক ৮৯ শতাংশ। প্রথম দিনে কোম্পানিটি লেনদেন শুরু করে ৯৮ টাকা দরে। এদিন শেয়ারটি সর্বোচ্চ লেনদেন হয় ১৩৯ টাকা ৯০ পয়সা দরে। এই কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ৮০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ৩২৯ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার রয়েছে ৩২ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ৭২৬টি। উল্লেখ্য, ইউনাইটেড পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসে। এই কোম্পানিকে ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই সময় প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ৬০ টাকা নির্ধারিত হয়। ৬টা ক্যাটাগরির মাধ্যমে ২৮টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দ্বারা সমর্থন হয়। পরবর্তীতে ২৮ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিডিংয়ে অংশগ্রহণের মাধ্যমে ৭২ টাকা নির্দেশক মূল্য নির্ধারিত হয়।
×