ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৪, ৫ এপ্রিল ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

রসায়ন (বহু নির্বাচনী অভিক্ষা) (পূর্ব প্রকাশের পর) ২১. ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল- র) ব্যাপন রর) অভস্রবণ ররর) নিঃসরণ নিচের কোনটি সঠিক ক) র ও ররর খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর ২২. কোনো বস্তুর ব্যাপন ও নিঃসরণের সাথে বস্তুর ভর ও ঘনত্বের মধ্যে সম্পর্ক র) বস্তুর ভর বাড়লে ব্যাপন হ্রাস পায় রর) বস্তুর ভর কমলে নিঃসরণ বৃদ্ধি পায় ররর) বস্তুর ঘনত্ব কমলে ব্যাপন ও নিঃসরণ উভয়ই বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক ক) র ও ররর খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর ২৩. পদার্থের গলন ও স্ফুটন ঘটে থাকেÑ র) নির্দিষ্ট তাপে রর) নির্দিষ্ট চাপে ররর) নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোনটি সঠিক ক) র ও ররর খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর ২৪. মোমবাতির জ্বলনেÑ র) রাসায়নিক পরিবর্তন ঘটে রর) ভৌত পরিবর্তন ঘটে ররর) দহন বিক্রিয়া ঘটে নিচের কোনটি সঠিক ক) রর খ) র ও রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৫. স্ফুটনাংকের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক র) স্ফুটনাংকের বাইরের চাপের উপর নির্ভরশীল রর) খোলা পাত্রে স্ফুটনাংক মাপা হয় ররর) এই তাপমাত্রায় যে কোন পদার্থ তরলে পরিণত হয় নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) রর গ) র ও ররর ঘ) র,রর ও ররর
×