ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪২, ৫ এপ্রিল ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. চুক্তি কোন ব্যবসায়ের মূল ভিত্তি? ক) একমালিকানা খ) অংশীদারি গ) সমবায় ঘ) প্রাইভেট কোম্পানি ২. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক প্রদর্শনী আয়োজন করলে এটি কোন ধরনের সামাজিক দায়বদ্ধতার অংশ হবে? ক) সচেতনতা সৃষ্টি খ) সাংস্কৃতিক উন্নয়ন গ) অবকাঠামোগত উন্নয়ন ঘ) পরিবেশ ভারসাম্য উন্নয়ন ৩. জেমস ওয়াটসের গবেষণা প্রতিষ্ঠান থেকে আবিষ্কৃত হয় - ক) কয়লার ইঞ্জিন খ) বাষ্পীয় ইঞ্জিন গ) কনডেন্সার ঘ) বৈদ্যুতিক ইঞ্জিন ৪. কোনো অংশীদার দায় পরিশোধে অক্ষম হলে তা কীভাবে পরিশোধ করতে হয়? ক) ঋণ গ্রহণ করে খ) মুনাফা থেকে গ) নিজস্ব সম্পত্তি থেকে ঘ) মূলধন থেকে ৫. কোন শেয়ার টাকা দিয়ে কিনতে হয় না? ক) অগ্রাধিকার শেয়ার খ) সাধারণ শেয়ার গ) বোনাস শেয়ার ঘ) রাইট শেয়ার ৬. যৌথ মূলধনী ব্যবসায়ের অভ্যন্তরীণ দৈনন্দিন কার্য পরিচালনা করা হয় কিসের ভিত্তিতে? ক) বিবরণপত্র খ) পরিমেল নিয়মাবলি গ) স্মারকলিপি ঘ) বিকল্প বিবরণপত্র ৭. মেসার্স জনতা অ্যান্ড কোং একটি অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নিবন্ধিত করতে হলে প্রথম কোন কাজটি করতে হবে? ক) নির্ধারিত ফি জমা খ) আবেদনপত্র সংগ্রহ গ) ব্যবসায় হিসাব সংগ্রহ ঘ) অংশীদারের স্বাক্ষর গ্রহণ ৮. রহিম ও করিম দুজনে মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করে। তারা একত্রে ব্যবসায় করার ফলে সুবিধা পাবে - র. পর্যাপ্ত মূলধন রর. দক্ষ পরিচালনা ররর. সীমাহীন দায় গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. জাতীয় সমবায় ইউনিয়নের সদস্য হতে পারে- র. প্রাথমিক সমবায় সমিতি রর. কেন্দ্রীয় সমবায় সমিতি ররর. জাতীয় সমবায় সমিতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. বিআরডিবির কর্মসূচির মূল উদ্দেশ্য হলো - র. অব্যাহত তদারকি রর. মূলধন গঠন ররর. ঋণ সরবরাহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১. কোম্পানির অভ্যন্তরিণ পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতির উল্লেখ থাকে কোনটিতে? ক) পরিমেল নিয়মাবলী খ) স্মারক লিপি গ) বিবরণ পত্র ঘ) কার্যারম্ভের অনুমতি পত্র ১২. কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান কোনটি? ক) এসএমএস খ) এসএমও গ) এসএমই ঘ) মাইডাস ১৩. ব্যবসায় অত্যন্ত সহায়ক কী? ক) বিমা খ) ভূমি গ) মুনাফা ঘ) সুদ ১৪. “সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়” - বাংলাদেশের এ পররাষ্ট্রনীতি - র. সামাজিক পরিবেশের অন্তর্গত রর. রাজনৈতিক পরিবেশের অন্তর্গত ররর. অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ১৫. রাষ্ট্রীয় ব্যবসায়ের শেয়ার কারা ক্রয় করে? ক) জনগণ খ) প্রবাসীগণ গ) সরকার ঘ) বিদেশি নাগরিকরা ১৬. বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার পেছনে নিচের কোন বিবৃতিটি অধিকতর প্রযোজ্য? র. ব্যবসায় পরিচালনায় স্বাধীনতা ও মুনাফার একক মালিকানা রর. সহজে গঠন করে জনগণকে প্রত্যক্ষভাবে সেবা প্রদান করা যায় ররর. বৃহদায়তন ব্যবসায়ে রূপান্তর প্রায় অসম্ভব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
×