ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর ফাঁকি- নেইমারকে আদালতে তলব

প্রকাশিত: ০৬:০২, ৫ এপ্রিল ২০১৫

কর ফাঁকি- নেইমারকে আদালতে তলব

স্পোর্টস রিপোর্টার ॥ কর ফাঁকির মামলায় নেইমার দ্য সিলভার জড়িত থাকার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে নতুন খবর হলো এবার আদালত তলব করেছে বার্সিলোনার এই ব্রাজিলিয়ান তারকাকে। তদন্তের স্বার্থে শুধু নেইমারই নন তার সঙ্গে আরও সাতজনকে ডেকেছে আদালত। এ বিষয়ে শুক্রবার রেডিও স্টেশন কাদেনা সার জানায়, ‘বৈধ্য সূত্র অনুযায়ী প্রসিকিউটর তাকে (নেইমার) বার্সিলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তেমিউ এবং সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিপক্ষে কর ফাকির প্রত্যক্ষদর্শী হিসেবে ইতিবাচক কিছু বিষয়াদি জিজ্ঞেস করবে।’ অভিযোগ রয়েছে নেইমারকে দলে ভেড়াতে বার্সিলোনা ১৫.৮ মিলিয়ন ডলার এদিক-সেদিক করেছে। এই অভিযোগের তদন্ত বেশ আগেই শুরু হয়েছে। ২০১৩-১৪ মৌসুমে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ৭৬.৩২ মিলিয়ন ডলারের বিনিময়ে দলে ভেড়ায় স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা। কিন্তু গোপনে তারা নেইমারকে দলে ভেড়াতে ১১৭ মিলিয়ন ডলার খরচ করে। এই অভিযোগের কারণে গত জানুয়ারিতে বার্সিলোনার সভাপতির পদ থেকে সরে দাঁড়ান সান্দ্রো রোসেল। কর ফাঁকির ঝামেলা ছাড়া মাঠের সময়টা দারুণ কাটছে নেইমারের। গত সপ্তাহেই ইউরোপে খেলা ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সেরার পুরস্কার ‘সাম্বা গোল্ড’ জেতেন তিনি। বার্সিলোনার একটি অনুশীলন মাঠে নেইমারের হাতে পুরস্কারটি তুলে দেয় ফ্রান্সের প্রতিষ্ঠান সাম্বাফুট। বিশিষ্ট সাংবাদিক ও সাবেক খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারণ করে থাকে প্রতিষ্ঠানটি। পুরস্কারটি জিততে নেইমার ১৯ ভোট পেয়ে পেছনে ফেলেন স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার মিরান্দা ও তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের মিডফিল্ডার ফেলিপে মেলোকে। এই দু’জনের প্রত্যেকেই ১৬টি করে ভোট পান। গত বিশ্বকাপে লজ্জাজনকভাবে বিদায় নেয় ব্রাজিল। চোটের কারণে শেষ মুহূর্তে নেইমার ছিটকে পড়াটাকেই এর মূল কারণ হিসেবে দায়ী করেন অনেকেই। তবে বিশ্বকাপের পর থেকে নেইমারের দল যেন দুর্দান্ত গতিতে ছুটছে। বিশেষ করে কার্লো দুঙ্গার অধীনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যেন অপ্রতিরোধ্য। বিশ্বকাপের পর খেলা সর্বশেষ আট ম্যাচের সবটিতেই জয়ের দেখা পেয়েছে সেলেসাওরা। সর্বশেষ এল সালভাদর এবং চিলির বিপক্ষে জয় যেন ব্রাজিলের হারানো আত্মবিশ্বাস আবারও ফিরিয়ে দিয়েছে। আর এর পেছনে মূল ভূমিকা রাখছেন নেইমার। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও বার্সিলোনার এই ব্রাজিলিয়ান তারকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আর তার পারফরমেন্সে পঞ্চমুখ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি কোচ স্যার এ্যালেক্স ফার্গুসন। সম্প্রতি নিউইয়র্কের একটি রেডিওকে দেয়া এত সাক্ষাতকারে তিনি জানান, বর্তমান ফুটবলের সেরা তারকা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানানোর মতো শুধু নেইমারই আছেন। এ বিষয়ে তার অভিমত হলো, ‘নেইমার তার সম্ভাবনা নিয়ে অনেক প্রচার পেয়েছে, কিন্তু আমার মনে হয়, সে কি করতে পারে তা দেখার এখনও বাকি আছে। আশা করি, সে পরবর্তী ফুটবলার হবে যে মেসি ও রোনাল্ডোর মতো মেধার বিকাশ ঘটাবে।’ এদিকে আর্ন্তজাতিক বিরতির পর আবারও ক্লাব ফুটবলে মাঠে নামছে খেলোয়াড়রা। স্প্যানিশ লা লীগায় আজ নেইমারের বার্সিলোনা মুখোমুখি হবে সেল্টা ভিগোর। এর আগে শুক্রবার রায়ো ভায়েকানোর বিপক্ষে হার মানে এইবার। পিছিয়ে পড়েও এবারের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রায়ো ভায়েকানো। ম্যাচের শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয়েছিল স্বাগতিক এবার। নিজেদের মাঠে শুরতেই এগিয়ে গিয়েছিল এবার। পেনাল্টির সৌজন্যে প্রথমার্ধের ৩৫ মিনিটেই গোলের দেখা পেয়েছিল দলটি। দুর্দান্ত শটে জালে বল জড়িয়েছেন মিকেল আরুবারেনা। অবশ্য ৫ মিনিট পরই সমতায় ফিরেছিল রায়ে ভায়েকানো। গোল করেন বুয়েনো। সমতায় ফেরার পর ৪২ মিনিটেই ভায়েকানোকে এগিয়ে দিয়েছেন মানুচো গোনকালভেস। তার গোলের সুবাদে এই অর্ধে এগিয়ে থেকে বিরতিতে গেছে সফরকারীরা। ?বিরতির পর আর কোন গোল হয়নি। তবে অতিরিক্ত সময়ে (৯০+৫) ১০ জনের দলে পরিণত হয়েছিল এবার। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেছেন রাউল নাভাস।
×