ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জে এয়ারটেল থ্রিজি সেবা চালু

প্রকাশিত: ০৪:০৬, ৫ এপ্রিল ২০১৫

সুনামগঞ্জে এয়ারটেল থ্রিজি সেবা চালু

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সুনামগঞ্জে থ্রিজি সেবা চালু করেছে। এর উদ্বোধন উপলক্ষে সুনামগঞ্জ সদরে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন এয়ারটেলের সিলেটের জোনাল বিজনেস ম্যানেজার এম খুরশেদ আলম, জোনাল সেলস ম্যানেজার সাখাওয়াত হোসেন, সুনামগঞ্জের টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমান সরকার এবং যুবায়ের ইবনে নূর এবং সুনামগঞ্জে এয়ারটেলের ডিস্ট্রিবিউটর সোলায়মান। এয়ারটেলের গ্রাহকগণ *১২১*৭*৪# অথবা ১২১২ নম্বরে ডায়াল করে অথবা এ ভিজিট করার মাধ্যমে থ্রিজি কভারেজ এলাকার তালিকা জানা যাবে। কমার্শিয়াল পেপার ইস্যুর জন্য চুক্তি প্রাইম ব্যাংক লিমিটেড সম্প্রতি নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে কমার্শিয়াল পেপার ইস্যু করার জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের ১০০ কোটি টাকার কমার্শিয়াল পেপার ইস্যু করবে যার বিপরীতে প্রাইম ব্যাংক বিনিয়োগকারীদের পেমেন্ট গ্যারান্টি প্রদান করবে। -বিজ্ঞপ্তি
×