ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চেন্নাইয়ে এবারও লঙ্কান ক্রিকেটাররা নিষিদ্ধ!

প্রকাশিত: ০৬:৪৮, ৪ এপ্রিল ২০১৫

চেন্নাইয়ে এবারও লঙ্কান ক্রিকেটাররা নিষিদ্ধ!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। এটি টুর্নামেন্টের অষ্টম আসর। এবারও চেন্নাইয়ে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। মূলত শ্রীলঙ্কা এবং তামিল নাড়ুদের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা থেকেই এই সমস্যার সৃষ্টি। তবে এবার চেন্নাইয়ে লঙ্কানরা খেলতে পারবেন বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত করা হয়েছে যে এবার লঙ্কানরা চেন্নাইয়ের মাঠে আইপিএলে খেলতে পারছেন না। এ বিষয়ে, তামিল নাড়ু ক্রিকেট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশি বিশ্বনাথান বলেন, ‘তাদের (শ্রীলঙ্কান ক্রিকেটারদের) চেন্নাইয়ে খেলার অনুমতি দেয়া হয়নি। এ বিষয়টি আইপিএলের গবর্নিং কাউন্সিলকেও জানানো হয়েছে।’ এর ফলে দিল্লী ডেয়ারডেভিলসের এ্যাঞ্জেলো ম্যাথুস, কিংস ইলেভেন পাঞ্জাবের থিসারা পেরেরা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য চেন্নাইয়ের উদ্দেশে বিমানে উঠতে পারছেন না। এ জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দিল্লী ডেয়ারডেভিলস। কেননা তারা দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুসকে ব্যবহার করতে পারবেন না। তবে এখনও নিশ্চিত জানেন না দিল্লী ডেয়ারডেভিলসের সিইও হেমানত দুয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘এ্যাঞ্জেলো ম্যাথুস খেলবে কি না সে বিষয়ে এখনও আইপিএল থেকে কোন তথ্য পাইনি আমরা। ম্যাথুস আমাদের দলের সেরা তারকা। সেইসঙ্গে বিশ্বক্রিকেটেরও। তাকে দলে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করব আমরা।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এখন পর্যন্ত সেরা বোলার লাসিথ মালিঙ্গা। তাই তাকে না পেলে মুম্বাইও যে অনেকটা নিষ্প্রভ সেটা অনুমিতই। প্রায় গত এক দশক ধরেই ক্রিকেট বিশ্বে সাড়া জাগানো একটি টুর্নামেন্টে পরিণত হয়েছে আইপিএল। অর্থ, খ্যাতি, বিনোদন কি নেই এই টুর্নামেন্টে? বলা যায় বিনোদনের এক বিশাল প্যাকেজ এই আইপিএল। এই আইপিএল ক্রিকেটারদের কাড়ি কাড়ি ডলার যেমন দিয়েছে তেমনি বেশ কিছু মানসম্পন্ন ক্রিকেটারও তৈরি করেছে। বর্তমানে অনেক ক্রিকেটারই রয়েছে যারা ভারতীয় দলসহ বিভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। তবে এসবের পাশাপাশি আইপিএলকে ঘিরে কলঙ্কও কম হয়নি। দুর্নীতির দায়ে পদ হারাতে হয়েছে সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদিকে। ৮ ক্লাব নিয়ে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। যারা চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুইবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
×