ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেড পাওয়ারের ইপিএস ৫ দশমিক ৩৩ টাকা

প্রকাশিত: ০৬:৩৩, ৪ এপ্রিল ২০১৫

ইউনাইটেড পাওয়ারের ইপিএস ৫ দশমিক ৩৩ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৫ টাকা ৩৩ পয়সা। এই ইপিএস কোম্পানির আইপিও পরবর্তী ৩২ কোটি ৯৯ লাখ শেয়ার হিসাবে হয়েছে। কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’১৪-সেপ্টেম্বর’১৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য পাওয়া যায়। ডিএসই সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে এই কোম্পানি কর পরবর্তী মুনাফা করেছে ১৭৫ কোটি ৭৮ লাখ টাকা। আর ইপিএস করেছে ৫ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির মুনাফা ছিল ১৩৪ কোটি ৪৫ লাখ টাকা। আর ইপিএস ছিল ৪ টাকা ৫৩ পয়সা। উল্লেখ্য, এই ইপিএস কোম্পানির আইপিও পূর্ববর্তী ২৯ কোটি ৬৯ লাখ শেয়ার বিবেচনায় হয়েছে। এদিকে গত ৩ মাসে (জুলাই’১৪-সেপ্টেম্বর, ১৪) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৯ কোটি ৬৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি মুনাফা করেছিল ৫০ কোটি ৩২ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৬৯ পয়সা। এই ইপিএস কোম্পানির আইপিও পূর্ববর্তী ২৯ কোটি ৬৯ লাখ শেয়ার বিবেচনায় হয়েছে।
×