ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভালদেসের কাছে অনেক কিছু শিখছি ॥ ডি গিয়া

প্রকাশিত: ০৬:২৯, ৩ এপ্রিল ২০১৫

ভালদেসের কাছে অনেক কিছু শিখছি ॥ ডি গিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ডেভিড ডি গিয়া। রেড ডেভিলদের মূল দলে জায়গা পেতে শুরুতে বেশ লড়াই করতে হয়েছে ২৪ বছর বয়সী ডি গিয়াকে। কিন্তু তারপরও ধৈর্য হারাননি তিনি। তারই ফল পেলেন রেড ডেভিলদের এই স্প্যানিশ গোলরক্ষক। ইউনাইটেডের তো বটেই ইংলিশ প্রিমিয়ার লীগেরই এখন অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। চলতি বছরই ডি গিয়ার স্বদেশী অভিজ্ঞ ভিক্টর ভালদেসকে দলে টেনে নেয় ম্যানইউ। তবে সাবেক বার্সিলোনার তারকা গোলরক্ষক ভিক্টর ভালদেসকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন না ডি গিয়া। বরং তার কাছ থেকে অনেক কিছুই শিখছেন তিনি। এ বিষয়ে ডেভিড ডি গিয়া বলেন, ‘ভিক্টর ভালদেসের সঙ্গে ভালভাবেই কাজ করছি আমি। তার সঙ্গে একত্রে খেলতে পেরে আমি খুবই আনন্দিত। তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখছি। তার কাছ থেকে শুধু গোলরক্ষক-সংশ্লিষ্ট বিষয়াবলীই নয় বরং অন্য বিষয়েও শিখতে পারি। বিশেষ করে ব্যক্তি হিসেবে সে অসাধারণ। সে একেবারেই খোলামেলা মনের মানুষ। অনেক বৈশিষ্ট্যের অধিকারী সে। এছাড়াও সবসময়ই নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ভালদেস। সে সবসময়ই পরামর্শ দিতে চেষ্টা করে বিশেষ করে ম্যাচের সময়। যা একজন গোলরক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ গত মৌসুমটা নিষ্প্রভ কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। চলমান মৌসুমের শুরুটাও ভাল কাটেনি রেড ডেভিলদের। তবে শুরুর সেই ধাক্কা সামলিয়ে ক্রমেই স্বরূপে ফিরছে লুইস ভ্যান গালের দল। বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে তারা। যেখানে শীর্ষে আছে জোশে মরিনহোর চেলসি। গত মৌসুমে বাজে পারফর্মেন্সের কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকেও বাদ পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রেড ডেভিলদের গোলরক্ষক ডেভিড ডি গিয়ার বিশ্বাস এবার তারা ভাল করবে। কেননা ইউনাইটেডের মতো দল টানা দুই মৌসুমে বাজে পারফরর্ম করতে পারে না। এ বিষয়ে তিনি বলেন, ‘গত মৌসুমে আমরা চ্যাম্পিয়ন্স লীগে খেলার জন্য বাছাই হতে পারিনি। প্রকৃতপক্ষে এটা কোন বিষয় নয়। আমরা ইতোমধ্যেই গত মৌসুম ভুলে যাচ্ছি। আর আমার বিশ্বাস ইউনাইটেডের মতো দল টানা দুই মৌসুমে বাজে ফলাফল করতে পারে না।’ লা লিগার এ্যাটলেটিকো মাদ্রিদের পর ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডেও দাপট দেখাচ্ছেন ডি গিয়া। কিন্তু দুর্ভাগ্য ডি গিয়ার। নিজের দেশ স্পেনের হয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। এখন পর্যন্ত খেলেছেন ৪ ম্যাচ। তবে এর পেছনের মূল কারণ ইকার ক্যাসিয়াস এবং ভিক্টর ভালদেসের মতো অভিজ্ঞ গোলরক্ষক। যাদের ছায়া হয়ে রয়েছেন ডি গিয়া।
×