ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পারভেজ মোশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ০৪:৩৩, ৩ এপ্রিল ২০১৫

পারভেজ মোশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের বিরুদ্ধে বৃহস্পতিবার অ-জামিনযোগ্য এক গ্রেফতারী পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের এক আদালত। ২০০৭ সালে লাল মসজিদের ইমাম আবদুল রশিদ গাজীর হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে বার বার ব্যর্থ হওয়ায় আদালত ওই গ্রেফতারী পরোয়ানা জারি করে। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেফতারী পরোয়ানার ব্যাপারে ও হাজিরা থেকে অব্যাহতির জন্য ইসলামাবাদের একটি দায়রা আদালত মোশারফের আবেদন নাকচ করে দিয়েছে। ২৭ এপ্রিল পর্যন্ত আদালত শুনানি মুলতবি করেছে। ৭১ বছর বয়সী মোশারফ করাচীতে তার মেয়ের সঙ্গে থাকেন। ২০০৭ সালে লাল মসজিদ অভিযান চলাকালীন ইমাম ও তার মায়ের হত্যার অভিযোগে মোশারফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইসলামাবাদে মোশারফের নির্দেশে সেনা কমান্ডাররা যখন লাল মসজিদে অভিযান চালায় তখন রশিদ গাজী নিহত হয়। এ মামলায় মোশারফও অন্তর্ভুক্ত থাকলেও কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয় উল্লেখ করে তিনি কখনও আদালতে হাজিরা দেননি।-হিন্দু
×