ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ান জোনাল দাবা

অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া-লিজা, ইভার নর্ম অর্জন

প্রকাশিত: ০৬:১১, ২ এপ্রিল ২০১৫

অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া-লিজা, ইভার নর্ম অর্জন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের জাতীয় এশিয়ান জোনাল (জোন-৩.২) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা উভয় বিভাগেই শিরোপা জয়ের গৌরব অর্জন করে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। সেই সঙ্গে উভয় বিভাগের সব স্বর্ণ, রৌপ্য এবং তাম্রপদক লাভ করেছে। ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব রানারআপ হন। ছয় পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসন রাজীব তৃতীয় হন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন চতুর্থ হন। মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা সাড়ে সাত পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুণœ রেখেছেন। সাত পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার নাজরানা খান ইভা রানারআপ, সাড়ে ছয় পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তৃতীয় হন। ওপেন বিভাগে জিয়া স্বর্ণ, রাকিব রৌপ্য এবং এনামুল তাম্রপদক এবং মহিলা বিভাগে লিজা স্বর্ণ, ইভা রৌপ্য এবং রানী হামিদ তাম্রপদক লাভের পাশাপাশি অর্থ পুরস্কারও লাভ করেন। এছাড়া ইভা ৯ খেলার একটি আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্মও অর্জন করেছেন। চ্যাম্পিয়ন হওয়ায় জিয়া আগামী সেপ্টেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কাপ দাবার প্রথম রাউন্ডের খেলার যোগ্যতা অর্জন করেছেন এবং লিজা বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন। স্বাধীনতা কাপ হ্যান্ডবল আনসার ও বিজিবি চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা’য় বুধবার ফাইনালে মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ২২-১০ গোলে বাংলাদেশ পুলিশকে এবং পুরুষ বিভাগে বিজিবি ৩৪-১৮ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় হন পুরুষ বিভাগে বিজিবির কামরুল ইসলাম এবং মহিলা বিভাগে আনসারের ইসমত আরা নিশি। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি কাজী মাহতাব উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হামিদা বেগম, ফেডারেশনের কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
×