ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ সংসদ অধিবেশন শেষ

প্রকাশিত: ০৫:৪৩, ২ এপ্রিল ২০১৫

আজ সংসদ অধিবেশন শেষ

সংসদ রিপোর্টার ॥ চলতি দশম জাতীয় সংসদের দীর্ঘতম পঞ্চম অধিবেশন আজ শেষ হচ্ছে। আগামী পহেলা জুন বসবে চলতি বছরের ষষ্ঠ অর্থাৎ বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ জুন সংসদে আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি বছরের গত ১৯ জানুয়ারি বছরের প্রথম অর্থাৎ ৫ম অধিবেশন শুরু হয়। সংসদের কার্যোপদেষ্টা কমিটি ৫ মার্চ পর্যন্ত অধিবেশনটি শেষ করার সিদ্ধান্ত নিলেও পরে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বছরের সব থেকে দীর্ঘ মেয়াদী এই অধিবেশন আজ শেষ হওয়ার কথা রয়েছে। সংসদীয় রেওয়াজ অনুযায়ী অধিবেশনের প্রথম দিনেই সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা ছিল গত ৩৮ কার্যদিবসের মূল কার্যসূচী। আজ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বক্তব্য শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী অধিবেশন সমাপ্ত ঘোষণা করবেন স্পীকার। সংসদ সচিবালয় সূত্র জানায়, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে এ পর্যন্ত সরকার ও বিরোধী দলের ২২৫ জন সংসদ সদস্য প্রায় ৫৬ ঘণ্টা আলোচনা করেছেন। এর মধ্যে স্বতন্ত্রসহ ৩৭ জন বিরোধী দলের সদস্য ছিলেন। রেওয়াজ অনুযায়ী, আগামী বাজেট অধিবেশনও দীর্ঘ হবে। সেখানে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সরকারে থাকায় বিগত সময়ের মতো আক্রমণাত্মক কিংবা অসংসদীয় শব্দের প্রয়োগ, বাগ-বিত-া দেখা যায়নি। স্বতন্ত্র এমপিরা কয়েকবার ওয়াক-আউট করলেও প্রধান বিরোধী দল ওয়াক-আউট একবারও করেনি। তবে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দল প্রায় অভিন্ন কণ্ঠে কথিত হরতাল-অবরোধের নামে নির্বিচারে পুড়িয়ে মানুষ হত্যা, ধ্বংসযজ্ঞ ও নাশকতার সঙ্গে জড়িত খালেদা জিয়া এবং বিএনপি-জামায়াত জোটের সমালোচনায় মুখর ছিলেন। এই কার্যসূচীর বাইরে পয়েন্ট অব অর্ডারসহ বিভিন্ন বিধিতে আলোচনার সুযোগ নিয়েও তাঁরা একই বক্তৃতা করেছেন। এছাড়া অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। আজ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক ॥ আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরী সভা আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারী দলের সভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। চীফ হুইপ আ স ম ফিরোজ দলীয় সকল সংসদ-সদস্যকে উক্ত সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
×