ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ইউসিবিএল

প্রকাশিত: ০৬:১৩, ১ এপ্রিল ২০১৫

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ইউসিবিএল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বন্ডটির নাম ‘ইউসিবিএল সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড’। মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন। মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি মিলনায়তনে ব্যাংকের ওই এজিএম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এমএ হাশেম। এজিএমে ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন এবং ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। উল্লেখ, আলোচিত বছরে ইউসিবিএল শেয়ার প্রতি ৪ টাকা ৩৯ পয়সা আয় করেছে। ওই বছরের জন্য ৩০% লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। এজিএমে ব্যাংকের চেয়ারম্যান এমএ হাশেম বলেন, বহুমুখী চ্যালেঞ্জ আর অনিশ্চয়তা নিয়ে আমরা ২০১৪ সাল শুরু করেছিলাম। তবে অনেক সাফল্য নিয়ে তা শেষ করা সম্ভব হয়েছে। এ কারণে আমরা শেয়ারহোল্ডারদের একটা ভাল লভ্যাংশ দিতে পেরেছি। তিনি আরও বলেন, ইতোমধ্যে ইউসিবিএল দেশের মধ্যে একটি সেরা ব্যাংক হিসাবে পরিচিতি পেয়েছে। তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না। আমরা ব্যাংকটিকে আন্তর্জাতিক ব্যাংকের মানে নিতে চাই। সেবার ক্ষেত্রে আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে চাই। চেয়ারম্যান বলেন, আমরা শিগগিরই এজেন্ট ব্যাংকিং চালু করব। মহিলাদের জন্য শাখা খুলেছি। সামাজিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ৩২তম এজিএম অনুষ্ঠানে একটা ভাল ব্যালেন্সশীট নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আপনাদের সবার সহযোগিতার কারণে আজ ইউসিবিএল একটা শক্ত ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হয়েছে। কর্পোরেট গবর্নেন্সের যতটা উপাদান রয়েছে; ইউসিবিএল তা যথাযথভাবে পালন করতে পেরেছে। সবার প্রচেষ্টায় আগামীতে এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান শরীফ জহির, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এটিএম জহিরুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এমএ সবুর, পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খান, ইউনুস আহমেদ, এমএ কালাম, আব্দুল গাফ্ফার চৌধুরী, সাব্বির আহমেদ, আরিফুজ্জামান চৌধুরী, সুলতানা রিজিয়া বেগম, রুখমিলা জামান, নূরুল ইসলাম চৌধুরী, কোম্পানি সেক্রেটারি এটিএম তাওহীদুজ্জামানসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×