ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘টাচস্ক্রিন’ নাটকে সজল হাসিন

প্রকাশিত: ০৭:২০, ৩১ মার্চ ২০১৫

‘টাচস্ক্রিন’ নাটকে সজল হাসিন

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে ভিন্ন ধরনের গল্পের বিশেষ নাটক ‘টাচস্ক্রিন’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ও কাওছার হোসেন জয়ের নির্দেশনায় এ নাটকে গ্রামের সহজ-সরল বোকা স্বভাবের একটি ছেলের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন হাসিন রওশন জাহান। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। সম্প্রতিই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আব্দুন নূর সজল বলেন, রোমান্টিক গল্পের বহু নাটকে অভিনয় করেছি আমি। এই সময়ে এসে আমি একটু অফট্র্যাকধর্মী চরিত্রে কাজ করার চেষ্টা করছি। ‘টাচস্ক্রিন’ নাটকের গল্পে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। হাসিন বলেন, সজল ভাইয়ের সঙ্গে এখন পর্যন্ত যে কাজগুলো করেছি বেশিরভাগই আমি ভাল রেসপন্স পেয়েছি। টাচস্ক্রিন নাটকটির গল্পের কারণে আমি বেশি আশাবাদী। নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল সত্যিই দারুণ গল্প লেখেন। সজল এরই মধ্যে শেষ করেছেন শাহাদাত রাসেলের ‘স্বপ্নজাল’ ও ‘দূরত্ব’ নাটকের কাজ। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ চলচ্চিত্রটি। এতে তাঁর বিপরীতে আছেন মৌসুমী নাগ। এদিকে হাসিন অভিনীত তাহের শিপন পরিচালিত ধারাবাহিক ‘ভৈরব’ চ্যানেল আইতে সত্বরই প্রচার শুরু হবে।
×