ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০০, ৩০ মার্চ ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

মুক্তিযুদ্ধে সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া আত্মোৎসর্গের বিনিময়ে হলেও স্বাধীনতা লাভ করার মহান উদ্দেশ্যের ফলেই অর্জিত হয়েছে স্বাধীনতা। ৩০ লক্ষ প্রাণের বিনিময় ২ লক্ষ মা-বোনের ইজ্জতের দাম, দুঃসহ যন্ত্রণা আর অপরিমেয় ক্ষয়ক্ষতি সকলের অংশ গ্রহণের দিকেই আঙ্গুল নির্দেশ করে। যার বিনিময়ে আমরা পেয়েছি বিজয়। একটি স্বাধীন দেশ, বাংলাদেশ। বহুনির্বাচনী প্রশ্ন : ১। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত ও সংঘবদ্ধ আন্দোলন ছিল কোনটি? ক. নীল বিদ্রোহ খ. ফকির বিদ্রোহ গ. সিপাহি বিদ্রোহ ঘ. বারাসাত বিদ্রোহ ২। ফকির মজনু শাহের মৃত্যুর পর ফকির সন্ন্যাসী আন্দোলন স্থিমিত হয়ে পড়ে কেন? ক. অর্থের অভাবে খ. জমিদারদের অত্যাচারে গ. অস্ত্রের অভাবে ঘ. নেতৃত্বের অভাব ও অন্তর্দ্বন্দ্বে ৩। নীল বিদ্রোহের শিক্ষণীয় বিষয় কী? ক. সমাজের নিম্নশ্রেণীর মানুষেরাও আন্দোলনকে সফল করতে পারে খ. শিক্ষিতরাই কেবল আন্দোলন করতে পারে গ. আন্দোলনই একমাত্র শান্তির পথ ঘ. অশিক্ষিত ও দুর্বল কৃষক দ্বারা আন্দোলন সম্ভব নয় ৪। বাংলার সৈয়দ আহমদ কাকে বলা হয়? ক. নওয়াব আব্দুল লতিফকে খ. হাজী মুহম্মদ মুহসীনবে গ. সৈয়দ আমীর আলীকে ঘ. দুদু মিয়াকে ৫। ভারতীয় মুসলমানদের রাজনৈতিক আন্দোলনের পথপ্রদর্শকÑ ক. নবাব সলিমুল্লাহ খ. রাজা রামমোহন রায় গ. সৈয়দ আমীর আলী ঘ. নওয়াব আব্দুল লতিফ ৬। মর্লি মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ছিলÑ ক. প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা খ. পরিষদের ক্ষমতা বৃদ্ধি গ. মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ঘ. সবগুলোই ৭। ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? ক. সাংস্কৃতিক খ. রাজনৈতিক গ. অর্থনৈতিক ঘ. সামাজিক ৮। ফজলুল হক সরকারি চাকরির শতকরা ৫০ ভাগ মুসলমানদের জন্য সংরক্ষণ করার ফলে মুসলমাদের ওপর কী ধরনের প্রভাব পড়ে? র) মুসলমানদের আর্থিক উন্নতি হয় রর) মুসলিম লীগ আরো সক্রিয় হয়ে উঠে
×