ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হরিষে বিষাদ

সাতক্ষীরায় কনসার্টে টিনের চাল ও ভবনের দেয়াল ধসে হত ২, আহত ১৪

প্রকাশিত: ০৭:৫০, ২৯ মার্চ ২০১৫

 সাতক্ষীরায় কনসার্টে টিনের চাল ও ভবনের দেয়াল  ধসে হত ২, আহত ১৪

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে ॥ সাতক্ষীরায় স্কুলের চালে উঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পরিত্যক্ত ভবনের দেয়াল ও স্কুলের টিনের চাল ধসে পড়ে দু’জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। শনিবার রাত পৌনে এগারোটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি প্রাইমারি স্কুল মাঠে এই ঘটনা ঘটে। স্কুল মাঠে ভোমরা বঙ্গবন্ধু আদর্শ যুব সংঘের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। নিহত সাদ্দাম হোসেন দেবহাটার বালিয়াডাঙ্গা গ্রামের শফিকুর রহমানের ছেলে। অপর নিহত যুবকের নাম মোশারাফ হোসেন (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীদাড়ি প্রাইমারি স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ব্যাপক লোকসমাগম হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর। এতে বক্তৃতা পর্ব শেষে কনসার্ট শুরু হলে অনেকেই মাঠে জায়গা না পেয়ে স্কুলের টিনের চালে ওঠে। একপর্যায়ে চাল ও দেয়ালের একাংশ ধসে পড়ে সাদ্দাম ও মোশারাফ নিহত এবং ১৪ জন আহত হয়। এদের মধ্যে দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
×