ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মুশফিককে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:০১, ২৯ মার্চ ২০১৫

বগুড়ায় মুশফিককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ সফল বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরা বাংলাদেশের দলের অন্যতম কা-ারি মুশফিকুর রহীমকে শনিবার সংবর্ধনা দিয়েছে বগুড়া জেলা সংস্থা। আয়োজিত এই অনুষ্ঠানে আগামীতে আরও ভাল খেলার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কোয়ার্টার ফাইনালে কয়েকটি সিদ্ধান্ত দলের বিপক্ষে যাওয়াকে পরাজয়ের অন্যতম কারণ হিসেবেও দাবি করেন মুশফিক। এ সময় বগুড়া থেকে ভাল ক্রিকেটার তৈরির জন্য অচিরেই নিজ উদ্যোগে একটি ক্রিকেট একাডেমি চালুর ঘোষণা দেন তিনি। শহরের কেন্দ্রস্থল সাতমাথায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ মুশফিককে ফুলের শুভেচ্ছা জানায়। এ সময় জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বক্তব্য রাখেন। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ মুশফিকের গর্বিত বাবা আব্দুল হামিদ উপস্থিত ছিলেন। মুশফিক বলেন, ‘দেশবাসীর দোয়া ও আন্তরিক সমর্থনের কারণে বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে খেলে এবার প্রাথমিক সাফল্যের প্রথম ধাপ পূরণ করেছে। আগামী বিশ্বকাপে বাংলাদেশ দল আরও ভাল খেলবে।’
×