ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রহম আলীর স্বীকারোক্তি

নূর হোসেনের সহযোগী আবুল বাশার সাত দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৩১, ২৯ মার্চ ২০১৫

নূর হোসেনের  সহযোগী আবুল বাশার সাত দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী আবুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ৭ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এদিন নূর হোসেনের আরেক ঘনিষ্ঠ সহযোগী রহম আলী আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ম-ল নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে আবুল বাশারকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ডের আবেদন করে। আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করে। শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে একই আদালতে এই মামলায় গ্রেফতারকৃত নূর হোসেনের আরেক সহযোগী রহম আলী হত্যাকা-ের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। গত ২৩ মার্চ কুমিল্লার বুড়িচং থেকে তাকে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
×