ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব হাই-টেক যন্ত্রপাতি সমৃদ্ধ করা হয়েছে

প্রকাশিত: ১৯:০৩, ২৮ মার্চ ২০১৫

অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব হাই-টেক যন্ত্রপাতি সমৃদ্ধ করা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে গ্রেফতার করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) হাই-টেক যন্ত্রপাতি ও আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। র‌্যাব এর একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৫ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, র‌্যাবের অপারেশনাল শক্তি বৃদ্ধি করতে দুটি হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন বরাদ্দ দেয়া হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে গ্রেফতার করতে হাই-টেক যন্ত্রপাতি ও আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, র‌্যাব প্রকৃত অর্থেই এখন এলিট ফোর্স। আমরা এ ফোর্সকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করবো। র‌্যাবের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, র্যাবের কার্যক্রমে অবকাঠামোগত উন্নয়নসহ এ বাহিনীর নতুন নতুন ব্যাটালিয়ন উদ্বোধন করা হয়েছে। ১১টি র‌্যাব ব্যাটালিয়নকে স্থায়ী জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুরে র‌্যাবের প্রশিক্ষণ কেন্দ্রের জন্যও স্থায়ী জায়গা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
×