ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসির খেলা নিয়ে সংশয়

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ মার্চ ২০১৫

মেসির খেলা নিয়ে সংশয়

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের সমারোহ চলছে বর্তমানে। এই ডামাডোলের মধ্যে আজ রাতে মাঠে নামছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। বিশ্বকাপের বর্তমান রানার্সআপদের প্রতিপক্ষ এল সালভাদর। চোটের কারণে ম্যাচটি খেলা নিয়ে সংশয় আছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। আজ রাতে আরেক প্রীতিম্যাচে মরক্কোর মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ফ্রান্সকে হারানো ব্রাজিল রবিবার আবারও মাঠে নামবে। এবার নেইমারদের প্রতিপক্ষ চিলি। স্প্যানিশ লা লীগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে আঘাত পান মেসি। এরপরও জাতীয় দলের হয়ে খেলতে সতীর্থদের সঙ্গে যোগ দেন বার্সা তারকা। সে সময় আর্জেন্টিনা দলের পক্ষ থেকে মেডিক্যাল চেকআপ শেষে ইনজুরি শঙ্কা উড়িয়ে দিয়ে বলা হয় মেসি খেলবেন। এরপর আবার টুইটার এ্যাকাউন্টের মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল ?এ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, মেসির ফিটনেসে সমস্যা আছে। এ কারণে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি। তিনি হোটেলেই অবস্থান করছেন। আলাদাভাবে জিমে সময় দিচ্ছেন।
×