ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিস্তা ব্যারাজের গাছ কর্তন দুই কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ

প্রকাশিত: ০৬:২৮, ২৮ মার্চ ২০১৫

তিস্তা ব্যারাজের গাছ কর্তন দুই কর্মকর্তার  জড়িত থাকার  অভিযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তা ব্যারাজের কমান্ড এলাকার দুইটি গাছ কেটে পাচার করা হয়েছে। এ সময় এলাকাবাসী একটি গাছ আটক করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মকর্তার বিচার দাবি করা হয়েছে। অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার রাতে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজের অদূরে উত্তর খড়িবাড়ি পাটগ্রাম পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের এক লাখ টাকা মূল্যের দুইটি শিমুল গাছ কেটে ফেলা হয়। এর মধ্যে ১টি কেটে রাতের আধারে পাচার করা হয়। অপরটি পাচারের সময় আটক করে শুক্রবার এলাকাবাসীর সহায়তার পাউবোর সিবিএ নেতারা ডালিয়া পাউবো অফিসে নিয়ে যায়। সূত্র মতে, ডালিয়া পাউবোর এসও তোবারক হোসেন ও কার্যাদেশ সহকারী রাসেল ইসলামের যোগসাজসে এক লাখ টাকা মূল্যের ওই দুটি গাছ ব্যবসায়ী সোহাগের কাছে ৩৫ হাজার টাকায় বিক্রি করে টাকা বুঝে নেয়। যা গাছ ব্যবসায়ী সোহাগ নিজেও স্বীকার করেন। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ফজলুল হক জানায়, গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।
×