ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারত থেকে ৯ জেএমবি ঢুকে পড়েছে বাংলাদেশে

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ মার্চ ২০১৫

ভারত থেকে ৯ জেএমবি ঢুকে পড়েছে বাংলাদেশে

বাংলানিউজ ॥ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণে জড়িত ৯ দুর্ধর্ষ জেএমবি জঙ্গী এখন বাংলাদেশে। দুই দেশের গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত হয়ে এখন জঙ্গীদের আটকের বিষয়ে তৎপর রয়েছে। সূত্র জানায়, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত অভিযানের মুখে এই জঙ্গীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবস্থান করছে। দেশটির গোয়েন্দা সংস্থা এনআইএর প্রতিবেদনেও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। সূত্র জানায়, সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা ওই ৯ জঙ্গীর নাম-পরিচয় ও ছবি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। আর ওই প্রতিবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দফতরের মাধ্যমে দেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ ও র‌্যাবকে সতর্ক করে দিয়ে জঙ্গীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, বর্ধমান বিস্ফোরণের সঙ্গে জড়িত এ পর্যন্ত বাংলাদেশ ও ভারতীয় মোট ১৬ জেএমবি জঙ্গীকে গ্রেফতার করেছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সন্দেহভাজনদের তালিকায় রয়েছে আরও ৯ জন। এই ৯ জনই ভারতীয় বলে নিশ্চিত করে বলা হয়েছে, এরা আর ভারতে নয়, সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অবস্থান করছে।
×