ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় এ্যাসিডদগ্ধ গৃহবধূর চারদিন পরে মৃত্যু

প্রকাশিত: ০৭:৩৮, ২৭ মার্চ ২০১৫

ফতুল্লায় এ্যাসিডদগ্ধ গৃহবধূর চারদিন পরে মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ গত ২২ মার্চ রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভুঁইগড় এলাকায় এ্যাসিডে ঝলসে যাওয়া গৃহবধূ ইয়াসমিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। প্রায় চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় তাঁর মৃত্যু হয়। অন্য কারও সঙ্গে স্ত্রীর সম্পর্ক থাকতে পারে এ সন্দেহে তিন সন্তানের জননী স্ত্রীকে এ্যাসিডে ঝলসে দিয়েছিল তাঁর স্বামী সালাউদ্দিন পলাশ। ঘটনার পর থেকে স্বামী পলাশ পলাতক রয়েছে। এদিকে গৃহবধূ মৃত্যুর ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রাত দশটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান খান বৃহস্পতিবার রাতে জানান, এ্যাসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। অভিযুক্ত পলাশকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়াসমিনের ননদ ফৌজিয়া, সুফিয়া, সুফিয়ার স্বামী মিজান, বড় ভাই নেসার উদ্দিন এবং তার বন্ধু বাচ্চুকে আগে গ্রেফতার করা হয়েছে।
×